পাঠকের জন্য এখন পত্রিকা অপেক্ষা করে গৌরীপুর
আপডেটঃ 5:28 am | January 29, 2019

মো, মিলন : প্রতিদিন সকালে পাঠকের জন্য প্রস্তুত পত্রিকা । এ ব্যাতিক্রমী অায়োজন ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিদিন সকালে পাওয়া যাচ্ছে দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক ভোরের ডাক, দৈনিক ভোরের পাতা, দৈনিক অাজকালের খবর, দৈনিক স্বদেশ সংবাদ, দৈনিক স্বজন, দৈনিক জাহান, দৈনিক সবুজ অারো অনেক পত্রিকা। তাই চলে অাসুন হাতেম অাালী সড়কে।