সৌদি নাগরিকের লাশ মচিমহা মর্গে ॥ মদ পানের উপকরণ জব্দ ও দু’টি পার্সপোর্ট উদ্ধার করেছে পুলিশ
আপডেটঃ 9:00 pm | February 09, 2019

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা থেকে উদ্ধারকৃত সৌদি নাগরিক আবু নাছের আল দুসারী এর লাশ শনিবার (৯ ফেব্রুয়ারি/১৯) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) হিমঘরে রয়েছে।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস.এ নেওয়াজী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগন। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন সৌদি দুতাবাসের কর্মকর্তাগন।
অপরদিকে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ উপজেলার ডৌহাখলা গ্রামের করম আলীর পুত্র আবু সাঈদ সানীর বাড়িতে তল্লাসী চালিয়ে চুলাই মদের পরিত্যক্ত ৬০টি পলিথিন, মদ সেবনের উপকরণ মগ-গ্লাসসহ নানা উপকরণ জব্দ করেছে। মৃত সৌদি নাগরিক আবু নাছের আল দুসারীর ব্যাগ তল্লাশী করে দু’টি পাসপোর্ট উদ্ধার করেছে।
এ দিকে আবু নাছের আল দুসারী মৃত্যুর ঘটনায় গৌরীপুর থানার সাবইন্সপেক্টর (এসআই) বিপ্লব মহন্ত বাদী হয়ে শুক্রবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। অপরদিকে লাইসেন্সবিহীনভাবে চোলাই মদ সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু সাইদ সানীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ মামলা দায়ের করেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর (এসআই) মো. শরীফ উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌহাখলা গ্রামের করম আলীর পুত্র আবু সাঈদ সানীর সঙ্গে প্রায় ২০বছর পূর্বে ঢাকায় পরিচয় ঘটে আবু নাছের আল দুসারীর। এ পরিচয়ের সূত্র ধরেই অবকাশ যাপনের জন্য প্রায়শ: তিনি গৌরীপুরে আসতেন। সানির লালন আখড়ার নামে চলতো মদ, গাঁজার সঙ্গে গান-বাজনাও।
আবু নাছের সর্বশেষ এদেশে আসেন ২০১৮সালের ৯ ডিসেম্বর। সেদিন থেকেই সানীর বাড়িতে তিনি থাকতেন। সানী জানায়, বৃহস্পতিবার দুপুরবেলা খাবার খেয়ে আবু নাছের বিছানায় ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত হয়ে গেলেও সে ঘুম থেকে না উঠায় আমি ডাকাডাকি করেও জাগাতে পারিনি। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু আমার বন্ধু নাছের নিথর হয়ে তখন পড়ে থাকে। শুক্রবার রাতে পুলিশ মৃত আবু নাছের আল দুসারীর লাশ উদ্ধার করে মচিমহা’র হিমঘরে প্রেরণ করেন।
//টি.কে/নাইন//