Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

| |

জিবিসি’র জমি নিয়ে মাবনবন্ধনের প্রতিবাদে গারো ব্যাপ্টিষ্ট কনভেশনের মানববন্ধন স্বারকলিপি

আপডেটঃ 7:49 pm | March 03, 2019

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥

গারো ব্যাপ্টিষ্ট কনভেশনকে (জিবিসি) নিয়ে গত ২৮ ফেব্র“য়ারী মিথ্যা অপবাদে মাবনবন্ধনের প্রতিবাদে গারো ব্যাপ্টিষ্ট কনভেশন (জিবিসি) রবিবার কাচিঝুলি সেগুন বাগান রোডে মানববন্ধন করেছে। পরে গারো সম্প্রদায়ের সহস্ত্রাধিক সদস্য বিশাল মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং স্বারকলিপি প্রদান করেন। মিছিলে নেতৃত্ব দেন জিবিসি’র সভাপতি পাষ্টার (পুরোহিত) পঙ্কজ মারাক। এ সময় জিবিসির জেনারেল সেক্রেটারী পাষ্টার অভয় চিসিম, গারামপাড়া বিভাগের সম্পাদক মিঃ সুবীর কুমার দাজেল, সিলেট বিভাগের সবাপতি ডিকন রবার্ট আরেং,উইমেন সোসাইটির সভানেত্রী সঙ্গীতা ঘাগ্রা, ইয়থ সোসাইটির সিদিয়েন রেমা, চেংগ্নী বিভাগের প্রতিনিধি পাষ্টার কম্পকান্তি ম্রং, বিরিশিরি বিভাগের পরিতোষ ম্রং, ধাইরপাড়া বিভাগের পাষ্টার প্রত্যুষ বনোয়ারী, রাংরাপাড়া বিভাগের পাষ্টার প্রবীর রংমা, কাকরকান্দি বিভাগের পাষ্টার পেরিসন সাংমা, বাবেলাকোণা বিভাগের সম্পাদক পাষ্টার যোনাথন বনোয়ারী, মলাজানি বিভাগের সভাপতি পাষ্টার বরুণ দারিং, ঢাকা বিভাগের মিশন বোর্ড পরিচালক পাষ্টার তপন মারাক, গলগথা বিভাগ পুর্বধলার সহ সম্পাদক ডিকন যাকোব রাংসা, জিবিসির ভাইস প্রেসিডেন্ট পাষ্টার পরিতোষ চিসিম, সুর্পীম কোর্টের সহকারী এটনী জেনারেল এডভোকেট টাইটাস হিল্লোল রেমা, জয়রামকুড়া হাসপাতালের পাষ্টার ঝান্ডা মৃ প্রমুথ।
এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, গারো ব্যাপ্টিষ্ট কনভেশন জিবিসি একটি অলাভজনক ও অরাজনৈতিক খ্রীষ্ট ধর্মীয় সংগঠন। জিবিসির রুলস অনুসারে জেনারেল সেক্রেটারী সিইও জিবিসির স্থাবর অস্থাবর সম্পত্তি ও মূল্যবান দলিলপত্রের হেফাতকারী হিসাবে ময়মনসিংহ শহরের কাচিঝুলিতে অবস্থিত কাশর মৌজার অন্তর্ভুক্ত জিবিসি কলেজ হোষ্টেলের পার্শ্বের খালি হয়ে পড়া (পরিতক্ত) সিডনি হাউজ ৬ বছরের জন্য ভাড়ার জন্য চুক্তিপত্র করে। জিবিসির রেভাঃ লিটন ম্রং স্থানীয় রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাথে গত ২৬ জানুয়ারী ২০১৯ তারিখে চুক্তি হয়। এ সম্পত্তি বিক্রয়ের কোন ঘটনা ঘটেনি। জিবিসি থেকে অনিয়ম দুর্নীতির কারণে বহিস্কৃত মৃণাল মুর্ম ও মিঃ বার্লিন নকরেকসহ অন্যান্যরা জিবিসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়া উল্লেখিত চক্রটি সিডনি হাউজ ও তৎ সম্পত্তি দখলের প্রচেষ্ঠায় ব্যর্থ হয়ে মিথ্যা অপবাদ গত ২৮ ফেব্র“য়ারী মানববন্ধন করে। যে কোন মুল্যে তাদেরকে প্রতিহত করা হবে বলেও তারা ঘোষণা দেন।

//টি.কে/ওয়েভ-ইন//

Print Friendly, PDF & Email