গৌরীপুরে ডেঙ্গুজ্বরের বাহক এডিসমশক প্রতিরোধে শোভাযাত্রা
আপডেটঃ 8:45 pm | August 08, 2019

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৮ আগস্ট/১৯) ডেঙ্গুজ্বরের বাহক এডিসমশক প্রতিরোধে এ্যাড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্যোগে ডেঙ্গুজ্বর সংক্রান্ত সচেতনতামূলক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন ইউএনও ফারহানা করিম, সহকারী কমিশনার (ভূমি) এসএম রিয়াদ হাসান গৌরব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন।
অংশ নেন রোকসানা আক্তার, নাসরিন আক্তার, সজীব মিনজী, নিত্যানন্দ, তন্ময় রায়, হাওয়া আক্তার, নাদিমূল হাসান, সুব্রত সরকার, মালা বস্কা, সীমা রানী দে, সীরা রানী, সীমা আক্তার, শিখা দেবনাথ, শিরিনা আক্তার, হাফিজা খাতুন, নিপা আক্তার, মৌসুমী সাহা, কানিজ ফাতেমা, দুলাল মিনজী, সুমা রায়, রুমা আক্তার, সুমী আক্তার, ফাহিমা আক্তার, জান্নাতুল ইসলাম, আলফা আক্তার, স্বপ্না আক্তার, লাভনী আক্তার, মাজেদা খাতুন, তানজিনা আক্তার, লাল জিতা চাম্বু গোং, তানিয়া আক্তার, রাকিবা খাতুন, জান্নাতুল, আঞ্জুরা বেগম, আলফা আক্তার, সাজেদা বেগম, হেপী সুলতানা প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন