Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

| |

আগমনী : অনামিকা সরকার

আপডেটঃ 9:16 pm | October 05, 2019

আগমনী
অনামিকা সরকার

প্রভাতে ঘুম ভাঙ্গলো ঢাকের বাড়ীর সুরে,
আসছে মা মত্তে এবার, আবার বছর ঘুরে।
দেবী তোমার আগমনে শিশির বিন্দু ঘাসে,
নদীর কূলে ছেয়ে গেছে শুভ্র বরন কাশে।

শরতের সারদপ্রাতে শিউলি ফুল ফোটে
সূর্য উঠার আগে শিউলি মাটিতে ঝরে পরে।।
নীলে নীলিমায় সাদা মেঘের ভেলা তারই সাথে
মনের হরষে জাগে হরেক রকম খেলা।

মহালয়ার শেষে যখন মগ্ন ত্রিভুন,
তখন থেকে আকাশে বাতাসে
বাজছে মায়ের আগমন।

মা তার সন্তানদের নিয়ে আসে যখন মত্তে
বাহন গুলো মায়ের সাথে আটখারা খুশিতে।
বাহন গুলো তারই সাথে সঙ্গে থাকে যেনো।
ওরা ছাড়া মায়ের পুজো পূর্ন হয় কি কখনো।

পঞ্চমীতে মায়ের গড়ন চক্ষুদানে
যষ্ঠীতে মায়ের বোধন শুভ্র প্রানে।
সপ্তমী তে অন্জলী দেই
ফুল বেলপাতা দিয়ে।

অষ্টমীতে কুমারী পূজা,
সন্ধিপুজার মহা আরতিতে,
নবমীতে ভক্তিমনে মায়ের দর্শন করি
দশমীতে করুন সুরের ঢাকের ধ্বনি
মায়ের বিসর্জন বিজয়ার আলিঙ্গনে।
মহিষাসুর বধ করে মাগো করছো তমসা দুর
আনন্দে মাতলো ভুবন বাজে আগমনী সুর।

বিদায় জানাতে মাকে কেউ চায়না মনে
চারিদিকে শোকের ছায়া মায়ের বিসর্জনে।
মাগো তুমি দূর্গতি নাশিনী এসো বছর ঘুরে,
মিলবো সবাই এক মনে
আসছে বছর আবার হবে।

Print Friendly, PDF & Email