গৌরীপুরে নারী প্রধান শিক্ষককে মারধর স্কুলের সভাপতি আবু সাইদ ও তাঁর ছেলে বাবুর বিরুদ্ধে মামলা
আপডেটঃ 8:26 pm | March 06, 2018

রাকিবুল ইসলাম রাকিব:
ময়মনসিংহের গৌরীপুরে আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা আক্তারকে মারধরের ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদ ও তাঁর ছেলে বাসিদ আহমেদ বাবুর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে মাহাবুবা আক্তারের দেয়া অভিযোগটি গৌরীপুর থানায় মামলা হিসাবে নথিভুক্ত হয়। এরপর থেকে মামলার আসামী আবু সাইদ ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছে। এর আগে গত বুধবার আবু সাইদ স্কুলের বরাদ্দকৃত স্লীপের ৫০ হাজার টাকার জন্য প্রধান শিক্ষক মাহাবুবা আক্তারকে স্কুলের ভেতর মারধর করে। বিষয়টি নিয়ে গত অনলাইন নিউজ পোর্টল বাহাদুরডটকম সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের এলাকায় তোলপাড় শুরু হলে প্রশাসনের টনক নড়ে। এদিকে মারধরের ঘটনায় আবু সাইদকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। ঘটনা তদন্ত করতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কর্মদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য আবু সাইদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার ছেলে ও স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি শোনেছি। তবে তাঁরা দুজন পলাতক নয়। আমার স্বামী ঢাকায় চিকিৎসাধীন আছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, শিক্ষককে মারধরের ঘটনা দুঃখজনক। আবু সাইদকে তাঁর পদ থেকে অপসারণ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তারিক্জুামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামী আবু সাইদ ও তাঁর ছেলে পলাতক রয়েছে। পুলিশ তাঁদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।