January 31, 2018

মো. রফিকুল ইসলাম :
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ সেন্টারে (১ ফেব্রুয়ারী/২০১৮ রোজ: বৃহস্পতিবার) সারা দেশের ন্যায় একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে| এই সেন্টারের অধীনে এবছর ৯ টি বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী বিজ্ঞান শাখায় ১০৯ জন, ব্যবসায় শিক্ষার ১৩৮ জন ও মানবিক শাখার ৬১৮ জন, অনিয়মিত ৯০ জনসহ মোট ৯৫৫ জন, নিয়মিত ৮৬৫ জনের মধ্যে ৪০৮ জন ছেলে ও ৪৫৭ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করবে| তার মধ্যে নিয়মিত শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২৫৭ জন, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়ের ৭২ জন, খলতবাড়ী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৭৪ জন, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের ৬০ জন, ভুটিয়ারকোণা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন, মাওহা উচ্চ বিদ্যালয়ের ৬১ জন, ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ের ৯৬ জন, পাছার উচ্চ বিদ্যালয়ের ১৪৮ জন শিক্ষার্থী...
January 31, 2018

গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যার মরহুম শেখ আব্দুল গণির দ্বিতীয় পুত্র বিশিষ্ট ফুটবলার শেখ ওয়াহেদুজ্জামান রতন (৫0) বুধবার (৩১ জানুয়ারি/১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে----রাজেউন)। তার লাশ এই মুর্হূতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গৌরীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। পৌর শহরের পুর্বদাপুনিয়া খেলার মাঠের বাসায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের চলছে মাতম। জানাযার সময় নির্ধারণ এখনও হয়নি। তিনি শেখ লেবু মিয়ার নাতী।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জানাযার নামাজ দুপুর ২টা ৩০মিনিটে গৌরীপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
দৈনিক বাহাদুর পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত...
January 31, 2018

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
মানসন্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষে সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি শনিবার ও রবিবার দুই দিনের সফরে শেরপুর এবং ময়মনসিংহে আসছেন।
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানিয়েছেন, মানসন্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষে আগামী রবিবার সকালে স্থানীয় টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে দেশের অষ্টম বিভাগের প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত সকল কর্মকর্তা ও ময়মনসিংহ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকদের সাথে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি মতবিনিময় করবেন।
মতবিনিময় সভায় দেশের অষ্টম বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
এছাড়াও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী...
January 31, 2018

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
বৃহস্পতিবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০১৮ শুরু হচ্ছে। ময়মনসিংহে ৮৪টি পরীক্ষা কেন্দ্রের ১৫৯টি ভেন্যুতে ৭০ হাজার ৭ শত ৩৭জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৪৪ কেন্দ্রে ১১৩ ভেন্যুতে ৫৪ হাজার ২শত ৭৮জন, দাখিল ২৩ কেন্দ্রের ২৭ ভেন্যুতে ১২ হাজার ৩শত ৩জন এবং ভোকেশনাল ১৭ কেন্দ্রের ১৯ ভেন্যুতে ৪ হাজার ১শত ৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। সম্পূণ নকলমুক্ত ও শান্তিপুনৃ পরিবেশে পরীক্ষা গ্রহনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ময়মনসিংহে ৮৪টি পরীা কেন্দ্রের ১৫৯টি ভেন্যুতে ৭০ হাজার ৭ শত ৩৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে ময়মনসিংহ জেলা সদরের এসএসসি পরীক্ষা কেন্দ্রেগুলো হলো, ময়মনসিংহ-১ (ময়মনসিংহ জেলা স্কুল) পরীক্ষার্থীর...
January 31, 2018

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
ময়মনসিংহে দশ কোটি টাকা চাঁদাবাজি মামলার মূলহোতা যুবলীগ নেতা শাহীনুরের দেহরক্ষী নাজমুল হাসান ঝিনুককে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে শহরের কাচিঝুলি (সড়ক ও জনপথ) এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী পুলিশের ১নং ফাঁড়ির এসআই ফারুক হোসেন অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ঝিনুক ময়মনসিংহ মহানগর যুবলীগ ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য বলে জানা গেছে। এ মামলায় এ পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফারামার্স ব্যাংকের সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সাবেক তথ্য কমান্ডার মাহবুবুল হক বাবুল চিশতী ময়মনসিংহ জেলা শহরের তালতলা এলাকায় (সিলভার ক্যাসেল হোটেলের পাশে) ৩০ শতাংশ জমির উপর একটি ৬তলা কনভেনশন সেন্টার নির্মাণ কাজ করে আসছে।...
January 31, 2018

উমর ফারুক স্বাধীন :
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩১ জানুয়ারি/১৮) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজার থেকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের শ্যামগঞ্জ ডিসি সড়ক পর্যন্ত ২ কোটি ৭৭লাখ ৯৯হাজার ৪৫৪টাকার ৭কিলো ৩০৩মিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. এনায়েত কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত রায় তপন, রুকনুজ্জামান পল্লব, বেলায়েত হোসেন মনোজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল রউফ মোস্তাকিম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন...
January 30, 2018

প্রধান প্রতিবেদক :
অবশেষে যুবলীগের সম্মেলন হচ্ছে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে। গত ৩০ নভেম্বর উপজেলা যুবলীগের এ সম্মেলন গৌরীপুর বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ইউএনও’র বাসভবনসহ ৫ স্থানে পেট্টোল বোমা নিক্ষেপ, যুবলীগের মঞ্চে অগ্নিসংযোগ, ১৪৪ধারা জারি করায় যুবলীগের সম্মেলন স্থগিত হয়ে যায়। ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন, মামলা, ব্রিফিং, গ্রেফতার, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠে ময়মনসিংহের গৌরীপুরের রাজনৈতিক অঙ্গন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলার আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম ২৬ জানুয়ারি স্বাক্ষরিত পত্রে গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলন ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ সি.কে ঘোষ রোডস্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে (ছায়াবানী হলের বিপরীতে) দ্বিতীয় অধিবেশণ অনুষ্ঠানের সিদ্ধান্তের বিষয়টি উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ককে...
January 30, 2018

শফিকুল ইসলাম মিন্টু :
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে সোমবার রাতে অনুমোদন বিহীন তিন ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই তিনটি ট্রাকে প্রায় ১ হাজার বস্তার বেশি ইউরিয়া সার ছিলো। জেলার বাইরে থেকে আসা এই ইউরিয়া সার রাতের আঁধারে শ্যামগঞ্জ বাজারের (বিসিআইসি) সার ডিলার মোখলেছুর রহমানের গোদামে মজুদের প্রস্তুতি চলছিলো। এদিকে পুলিশের সার জব্দের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে বিষয়টি া ধামাচাপা দিতে মঙ্গলবার সকালে পূর্বধলা ইউএনও নমিতা দে সার ডিলার মোখলেছুর রহমানকে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে অবৈধ এই সার কোথা থেকে এসেছে এমন বিষয়ের সঠিক কোনো তথ্য দিতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। তবে স্থানীয়দের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করার জন্যই আগে থেকে সার মজুদের প্রস্তুতি...
January 30, 2018

শীত কালে শীতের বুড়ি
ধরছে অামারে,
গরম কাপড় ছাড়া কেহ
থাকতে নাহি পারে।
অর্ধ বেলা চলে গেলেও
রোদের দেখা নাই,
রোদ পোহাতে অামরা সবাই
ঘরের বাইরে যাই।
ঘর হতে বাহির হয়েই
সামনেই যাই থেমে,
কুয়াশার চাদরে মনে হয়
অাকাশ গেল নেমে।
অাকাশ থেকে ঝড়ে পড়ে
ঝির ঝির কুয়াশা,
সবুজ ঘাসে হাঁটব অামি
মিঠাবো মনের অাশা।
কুয়াশার চাদরে ঢেকে অাছে
সবুজ মাঠ প্রান্তর,
রোদের অপেক্ষায় জোয়ান বুড়ু
কাঁপছে থর-থর।
শীতের রাতে সবার সাথে
কোনঘ্যাঁসা লাগে,
লেপ-তোষক ছেড়ে কেউ
অাগে নাহি জাগে।
ছোট্ট শিশুরা হেসে খেলে
সবার অাগে উঠে,
গরম কাপড় গায়ে জড়িয়ে
দিক পালিয়ে ছুটে।
কেউবা এসে ঘরের বাইরে
অাগুন ধরিয়ে বসে,
ছোট্ট ছোট্ট খুকুমনিরা
শীত তাড়িয়ে হাসে।
একটু রোদের ছোঁয়া পেলে
ঘর'তে বাহির হয়,
শীতের সকাল সবার গায়ে
গরম কাপড় রয়।...
January 30, 2018

বাহাদুর ডেস্ক:
মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে পুলিশের করা মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন লেখক ও কলামিস্টফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতার।
তারা সোমবার জামিনের আবেদন নিয়ে আদালতে গেলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেয়।
এ দম্পতির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম শুনানি করেন।
অ্যাডভোকেট বলেন, আজকেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
গত বছরের ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কবি-কলামনিস্ট ফরহাদ মজহার। তারপর সকালে থানায় মামলা করেন ফরিদা। তাতে তিনি বলেছিলেন, অর্থের দাবিতে তার স্বামীকে তুলে নেওয়া হয়েছে।
এ নিয়ে সব মহলে তুমুল আলোচনার...