January 06, 2018

প্রধান প্রতিবেদক ঃ
মধ্যরাতে দুই কৃষককে ধরে এনে তদন্ত ছাড়াই একটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ! বাদী জানে না; তারই মামলায় ফেঁসে গেছে আরেক কলেজ ছাত্র। এমন ঘটনাই ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর থানায়। শনিবার (০৬ জানুয়ারি/১৮) এ অভিযোগ করলেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো. আজিজুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কোন তদন্ত ছাড়াই শুক্রবার (২৯ ডিসেম্বর/১৭) গভীর রাতে মামলার তদন্তকারী অফিসার গৌরীপুর থানার এসআই মো. শাহ জালালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘুমন্ত কৃষক মো. নুরুল আমিন (৫২) ও মো. মোখশেদ আলী (৩৭) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় বিক্ষুব্দ হয়ে উঠে এলাকাবাসী।
শনিবার ঘটনাস্থলে গেলে...
January 06, 2018

গৌরীপুর প্রতিনিধি ঃ
আমার যুবতী বোনকে যখন ধর্ষণ করেছে তখন ওলামায়ে কেরাম কোন প্রতিবাদ করে নাই। ৭১’রে যখন ৩০লাখ মানুষকে হত্যা করা হয়, আড়াই লাখ মা-বোনের ইজ্জত লুন্ঠন করে গণধর্ষণ করে তখন তো কোন ওলামায়ে কেরাম, মাওলানা, মুফতি সেই দিন প্রতিবাদ করেন নাই। তারা বলেনি এটি ইসলাম বিরোধী। ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (০৬ জানুয়ারি/১৮) ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারা (ওলামায়ে কেরাম) প্রতিবাদ করেন; কোথায়? যারা আওয়ামী লীগ করে তারা নাকি এখনও মুসলমান না! যারা মসজিদে নামাজ পড়তে যায় তাদের ৯০ভাগ আওয়ামী লীগ। শেখ হাসিনা ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করেন। অথচ খালেদা জিয়া ভারতের ঐশ্বরিয়া রায়ের মতো চোখের ব্রু কেটে, মাথার পিছনে...
January 06, 2018

গৌরীপুর প্রতিনিধি ঃ
গৌরীপুরের বোকাইনগর ইউনিয়ন শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (০৫ জানুয়ারি/১৮) নাহড়া বাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি। কাউন্সিলারদের ভোটে সভাপতি পদে মো. আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে শাহীন আলম নির্বাচিত হন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ।
বোকাইনগর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আবুল হাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিন, সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সভাপতি আবুল কালাম মুহাম্মদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, কৃষি সম্পাদক হাফিজ উদ্দিন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী...