February 04, 2018

আনোয়ার হোসেন শরীফ :
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের ১৯তম জন্মদিন উপলক্ষে রোববার (৪ ফেব্রুয়ারি/১৮) শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি খেলোয়াড়, গ্রামীণ ক্রীড়া উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দৈনিক বাহাদুরের সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু। খেলা পরিচালনা করেন গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল মালেক ও ইসলামাবাদ সিনিয়র মাদরাসার শরীরচর্চা শিক্ষক শরীরচর্চা শিক্ষক আমিরুল মোমেনীন।
বিজয়ীরা হলেন এ্যাথলেটিক্সে ১ম সাবিনা আক্তার টুম্পা, ২য় সীমা আক্তার, ফাহরিয়া হক আদর, ৩য় মেজমিনয়ারা কচি, ১ম বদরুন্নাহার, ২য় পপি আক্তার, ৩য় লিপি আক্তার, ১ম রবিন চন্দ্র আচার্য্য, ২য় শামসুজ্জামান আরিফ, ৩য় আনোয়ার হোসেন শরীফ, অন্যান্য ইভেন্টে গোপা দাস, মমতাজ বেগম,...
February 04, 2018

সেলিম আল রাজ :
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের ১৯তম জন্মদিন উপলক্ষে রোববার (৪ ফেব্রুয়ারি/১৮) ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন-সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর’ শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, কেককাটা ও স্বজন সংগ্রহের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মো. এমদাদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাহাদুরের সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, যুগান্তর প্রতিনিধি স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার শরীরচর্চার শিক্ষক আমিরুল মোমেনীন, গোবিন্দনগর...
February 04, 2018

বাহাদুর ডেস্ক :
শিক্ষামন্ত্রীর নেতৃত্বে রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ ও যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান।
সম্প্রতি এসএসসির বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার পর এমন পুরস্কারের ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়।
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকলে এই দুই পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,...
February 04, 2018

মো. রফিকুল ইসলাম:
নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় রবিবার ( ৪ ফেব্রুয়ারী/২০১৮) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে হুমায়ুন ভক্তদের নিয়ে গঠিত হিমু পরিবহন সংগঠনের আয়োজনে হৃদয়ে কেন্দুয়া স্বেচ্ছাসেবী এর সহযোগিতায় সচেতনতামূলক রেলি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে| "আমরা পারি, আমি পারি" এই প্রতিপাদ্যে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রাস্তার মোড় ও দোকানপাটে মানুষের মানুষের মাঝে সচেতনতামূলক লেখা সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়| হৃদয়ে কেন্দুয়া গ্রুপের এডমিন ক্ষুদ্র খানের নেতৃত্বে রেলীতে মো. শফিকুল ইসলাম, শেখ পিন্টু ও সর্বস্তরে মানুষ অংশগ্রহন করেন|...
February 04, 2018

বাহাদুর ডেস্ক :
শুভ জন্মদিন মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। এ ছাড়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন এ ব্যাটসম্যান।
বাংলাদেশের তারকা ক্রিকেটার। জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য। অলরাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান ও অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে খেলেন।
মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালের জুলাই মাসে। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর ছিল সেটি। সফরের ৩য় ওয়ানডে ম্যাচে দেশের হয়ে প্রথম ২২ গজে ব্যাট হাতে তুলে নেন এই কৃতী ক্রিকেটার। এর পর থেকে দেশের হয়ে প্রায় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে চলেছেন।
২০০৭ সালেই কেনিয়ায় অনুষ্ঠিত চার জাতি সিরিজ এবং...
February 04, 2018

আনোয়ার হোসেন শরীফ, ইমতিয়াজ আহমেদ আরিফ :
ময়মনসিংহের গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি/১৮) রাতে ৪১তম বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান চক্ষু বিশেষজ্ঞ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুক্তিযোদ্ধা ডা. এ.কে.এম.এ মুকতাদির।
বক্তব্য রাখেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ, প্রেস কাবের কোষাধ্যক্ষ মো. শামীম খান, সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মো. রইছ উদ্দিন, মশিউর রহমান কাউসার, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান রাজন, আনোয়ার হোসেন শরীফ, ইমতিয়াজ আহমেদ আরিফ প্রমুখ। এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে...
February 04, 2018

বাহাদুর ডেস্ক :
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক শিক্ষা সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের সুযোগ করে দেয়ার জন্যই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তার মতে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না।
শেখ হাসিনা বলেন, অনেকে বলেন- জিয়াউর রহমান নাকি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তিনি শুধু স্বাধীনতাবিরোধীদের সুযোগ করে দিতেই সেই ব্যবস্থা শুরু করেন। এখন বহুদলীয় গণতন্ত্র বলতে যদি যুদ্ধাপরাধী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয়, তা হলে আমার কিছু বলার নেই।
এ সময় বর্তমানে দেশ পিছিয়ে পড়ার বিষয়ে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন হওয়ার...
February 04, 2018

তিলক রায় টুলু পূর্বধলা :
গোপন সংবাদের ভিত্তিত্বে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে পূর্বধলা উপজেলার জালশুকা দঃ পাড়া গ্রাম থেকে ১১ পিস ইয়াবা ও ১২ পুড়িয়া হেরোইন সহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো জালশুকা গ্রামের সুরুজ আলীর ছেলে উজ্জল মিয়া(২২),আঃ কুদ্দুছের ছেলে মুস্তাকিন (২০), এবং ঢেউঢোকুন গ্রামের নূরুউদ্দিন মন্ডল দুলালের ছেলে আনোয়ারুল ইসলাম(২১)।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই.) সুনিল দাস জানান উপজেলার জালশুকা দঃ পাড়া গ্রামে হেরোইন ও ইয়াবা বেচাকেনা হচ্ছে সংবাদ পেয়ে এস আই শরীফ, এ এস আই আলীম ও এ এস আই ফিরোজ শাহ্র নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে।
একই দিন রাতে নেত্রকোনা ডিবি পুলিশ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে মাদক ব্যবসায়ী বিপুল সরকারকে ৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।...