February 10, 2018

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত বিজয়ী নম্বর-০৪২৯১২১। এছাড়া দ্বিতীয় পুরস্কারের বিজয়ী নম্বর-০৯২৪৫৩০। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পবেন ৩ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৯টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, এবং খশ এই ‘ড্র’ এর আওতাভুক্ত।
ড্রতে ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কার...
February 10, 2018

নেত্রকোণা প্রতিনিধি :
খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়ার জেলা মহিলা দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
নেত্রকোনায় জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীনসহ মহিলা দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
এতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা মহিলা দলের আহ্বায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহীন।
এ সময় বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপক্ষো করে মিছিলটি সামনের দিকে এগোতে চাইলে ড. আরিফা জেসমিন নাহীন, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাফিজা ইসলাম, রেহানা তালুকদার, পারভীন আক্তার, সদস্য মাহমুদা খাতুনসহ মহিলা দলের ৫ নারী নেত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ...
February 10, 2018

অনলাইন ডেস্ক :
বিয়ের আসরে গিয়ে মোহনীয় সাজের কনেকে দেখলেন সটান দাঁড়িয়ে আছে। শরীরে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে হীরা দিয়ে তৈরি অলংকার। কনের সঙ্গে হাসিমুখে ছবি তুললেন। তারপর গপাগপ করে তাকে গলাধঃকরণ করে তৃপ্তির ঢেকুর তুললেন। ভাবছেন, কী আবোলতাবোল কথা বলছি? কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে দুবাইতে।
দুবাইতে বিয়ের একটি ফ্যাশন শোতে বানানো হয়েছে এমনই একটি কেক যেটি দেখলে যে কারো কনে বলে বিভ্রম হবে। ৬ ফুট লম্বা এই কেক কনেকে বানাতে লেগেছে ১০ দিন, ১ হাজার ডিম ও ২০ কেজি চকোলেট। কেকটি বানিয়েছে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেবি উইংহাম।
আরবীয় ফ্যাশনে সাজের এই কনেকে সাজাতে ৫০০ বেশি ফুল আঁকা হয়েছে কনের শাড়িতে। সব মিলিয়ে এই কেক কনের ওজন ছিল ১২০ কেজি। দাম রাখা হয় ১ মিলিয়ন ডলার। এদিকে এই কনে কেকটি দেখতে এতটাই জীবন্ত হয়েছে যে অনেকে ভাবতেই পারেনি যে, এটা খাওয়া যাবে।
এর আগে এই ব্রিটিশ...
February 10, 2018

আনোয়ার হোসেন শরীফ :
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১০ ফেব্রুয়ারি/১৮) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুয়েল আশরাফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান, মো. ইকবাল হোসেন, মো. জহির উদ্দিন, মো. মোজাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আরফান আলী, আমজাদ হোসেন, শংকর চাকী, আব্দুল মান্নান, আম্বিয়া আক্তার, সাইদা ইয়াসমিন, সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।...