February 19, 2018

বাহাদুর ডেস্ক :
সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এ ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে বাদীর বিরুদ্ধে ১৯৩ ধারায় মামলা দায়ের করেছে। প্রতারণা মামলায় দুই বছরের শিশুকে আসামি করায় মামলার বাদীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বেপারীপাড়া গ্রামের মৃত মনু বেপারীর ছেলে মো. আব্দুল হানিফ বাদী হয়ে গত ১১ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় নিলক্ষিয়া নতুনপাড়া গ্রামের মৃত জেহার বেপারীর ছেলে মো. ছোহরাব আলী, আহাম্মদ আলী, মো. শাহাব উদ্দীন, টালী বেপারী, জয়নাল আবেদীন, মৃত মো. আলীর ছেলে মো. ফজলুল হক ও মো. আরিফকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয় ২০১৪ সালের ১৭ নভেম্বর আসামিরা ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাদীর নামে সাড়ে ৪ শতাংশ জমি সাব-কবলা...
February 19, 2018

মো: তৌহিদুল আমিন (তুহিন)
গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজার নিবাসী তৌহিদুল ইসলাম (সুমন) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ১৯ ফেব্রুয়ারি বাদ আসর স্থানীয় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুমন এর বন্ধু মহল আয়োজিত দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশিষ্ট ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, আত্মীয়-স্বজনসহ সর্বসাধারন উপস্থিত ছিল। উল্লেখ্য সুমন ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি মৃত্যুবরন করে। সে গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর একমাত্র ছেলে।...
February 19, 2018

একুশে বইমেলায় প্রকাশিথ হয়েছে তরুণ গল্পকার কামরান পারভেজের গল্পগ্রন্থ ‘ অবেলার গল্প’। বইটি প্রকাশ করেছে ঋজু প্রকাশ। এতে কামরান পারভেজের বিভিন্ন সময়ে লেখা মোট আটটি গল্প স্থান পেয়েছে। জীবনের বহুমাত্রিক যন্ত্রণা, মনোজৈবনিক চরিতার্থতা, চরিত্রের আলো-অন্ধকার, প্রেম-বিরহসহ বহুবিধ অনুষঙ্গ নিয়ে গল্প লিখেছেন কামরান পারভেজ। বাংলা একাডেমী মূল ভবনের পেছনে লিটল ম্যাগাজিন চত্বরে ঋজু প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।
অবেলার গল্পের ভূমিকায় কবি ও কথাশিল্পি আহমদ জামাল জাফরী লিখেছেন-কামরান পারভেজের ‘অবেলার গল্প’ বইটি সমকালীন বাংলা ছোটগল্পে বিশেষামাত্রা যোগ করবে।
কামরান পারভেজের প্রথম গল্পগ্রন্থ ‘দিকচিহ্নহীন’ প্রকাশিত হয় ২০১২ সালের একুশে বইমেলায়। দীর্ঘ বিরতির বই প্রকাশ হলো ‘অবেলার গল্প’।
কামরান পারভেজ বর্তমানে...
February 19, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীকে মেরে ফেলতে স্বামীর বিরুদ্ধে গরম পানি ছুড়ার অভিযোগ করেন দগ্ধ রীতা চৌহান। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি। উদ্ধার করে সিএনজিতে (অটোরিক্সা) করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও স্বামী ও তার পরিবারের লোকজন সোমবার (১৯ ফেব্রুয়ারি/১৮) পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। হাসপাতালের ফোরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রীতা চৌহান।
হাসপাতাল সূত্র জানায়, একজন সিএনজি চালক দগ্ধ রীতা চৌহানকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি/১৮) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে যান। এরপর তাকে ভর্তি করে হাসপাতালের যেসব ওষুধ আছে-তা দিয়ে চিকিৎসা চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রবিউল ইসলাম জানান, সোমবার তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিয়েছে। অভিভাবক না থাকায় অন্যত্র পাঠাতো পারছি না। আমরা সর্বোচ্চ...
February 19, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে গৃহপরিচারিকাকে প্রকাশ্যে বর্বর নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত মূলহোতা নাছিমা আক্তার ও তার মা হাবিলা খাতুনকে সোমবার (১৯ ফেব্রুয়ারি/১৮) বিজ্ঞ আদালতে সোপর্দ করেন পুলিশ। শুনানী শেষে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এদিকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ কয়েকটি মানবাধিকার সংগঠন ও গোয়েন্দা সংস্থা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভানেত্রী রাবেয়া ইসলাম ডলির নেতৃত্বে আরো একটি বিক্ষোভ মিছিল বের হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, পরক্রীয়ায় সন্দেহে শারীরিক নির্যাতনের ঘটনায় তার স্বামী মো. সোলেমান মিয়া বাদী হয়ে মামলা দায়ের...