March 23, 2018

বাহাদুর ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে ১২ এপ্রিলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (২৩ মার্চ/১৮) যুব মহিলা লীগের এক কর্মী সমাবেশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক নাদিরা পারভিন লাকি। নৌকার মহাসমাবেশ সফল ও নৌকার বিজয়ের লক্ষ্যে যুব মহিলা লীগের করণীয় তুলে ধরেন কেন্দ্রীয় বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হেপী।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার (২৩মার্চ/১৮) আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মর্জিনা আক্তার। তিনি বলেন, ক্রীড়া, সংস্কৃতিক ও শিক্ষাসহ সর্বসূচকে এগিয়ে থাকার ফলেই আজকের এ অর্জন। খেলায় আল হেলাল গ্রীন এসিকে ১-০ গোলে হারিয়ে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ান হয়। বিজয়ী ও বিজিত ক্রীড়া সংস্থার হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি ইউএনও মর্জিনা আক্তার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য শরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাঈদ আহমেদ হারুন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, মশিউর...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারে বৃহস্পতিবার (২২মার্চ/১৮) ইউনিয়ন কৃষকলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল। কর্মী সমাবেশে মো. দুলাল মিয়অকে সভাপতি ও মো. মোবাররক হোসেন সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যের ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
ডৌহাখলা কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ পবিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাশিম, সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া, নুরুজ্জামান, দুলাল মিয়া বক্তব্য রাখেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারিগান অনুষ্ঠিত হয়।...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও স্বজন উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম মিন্টুর রোগমুক্তির জন্য দোআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা স্বজন সমাবশের উদ্যোগে ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় এই দোআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের বেঙ্গালোরের নারায়না হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার বিকালে কার্ডিওলজিস্ট ডাঃ প্রদীপ কুমার শেঠীর তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম মিন্টুর হৃদযন্ত্রে অস্ত্রপচার করেন।
বৃহস্পতিবার আছরের নামাযের শেষে ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় আয়োজিত দোআ ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হক, সহসভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, শিক্ষা বিষয়ক...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
অবশেষে জয়া আহসানকেই চূড়ান্ত করা হয়েছে 'ক্রিসক্রস' সিনেমায়।
কয়েকদিন ধরে বেশ কয়েকটি নাম শোনা গেলেও বিরসা দাশগুপ্তেরে এ সিনেমায় বাংলাদেশি এই অভিনেত্রীর নাম এবার নিশ্চিত হওয়া গেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথমে এই চরিত্রটি করার কথা ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তবে চরিত্রে তেমন জোর নেই বলে সরে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা।
স্বস্তিকার বক্তব্য ছিল, ছবির চিত্রনাট্য দুর্বল। চরিত্রটাও তার পছন্দের নয়। তার পর ওই চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই শোনা গেছে। কখনও রাইমা সেন, কখনও বা তনুশ্রী।
সম্প্রতি শুরু হয় সিনেমার শুটিং। অন্য অভিনেত্রীদের সঙ্গে জয়ার ছবি দিয়ে একটি পোস্ট ভাইরাল হওয়ার পরই শুরু হয়ে যায় জল্পনা।
পরে বিষয়টি নিশ্চত করেনে পরিচালক। বিরসার সঙ্গে প্রথম কাজ নিয়ে উৎসাহী জয়াও।
বিরসার কথায়, ‘চিত্রনাট্য...
March 23, 2018

ডেস্ক রিপোর্ট:
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ কিনা তা যাচাই করতে ‘বিএফএফ (BFF)’ লিখে পোস্ট বা কমেন্ট করতে বলা হচ্ছে কয়েকদিন ধরে। ‘বিএফএফ’ লেখার পর রঙ সবুজ হলে বলা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ এবং সবুজ না হলে অ্যাকাউন্ট বিপদজনক বলে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হচ্ছে। এটি আসলে একটি গুজব এবং এ সংবাদের কোনো ভিত্তি নেই। খবর টেক নাভের।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘বিএফএফ’ হল ফেসবুকের একটি বিশেষ ফিচার যাকে টেক্সট ডিলাইট বলা হয়। ‘বিএফএফ’ এর পূর্ণরুপ বেস্ট ফ্রেন্ড ফরএভার। ফেসবুকের এমন আরও অনেক টেক্সট ডিলাইট শব্দ আছে যেমন, ‘Congrats’ বা ‘Congratulation’, ‘best wishes’, ‘xoxo’ ইত্যাদি।। এসব শব্দের জন্য ফেসবুক বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে ফলে ব্যবহারকারীরা বিভিন্ন রঙ দেখতে পায়। এই লেখাগুলোর ওপর ক্লিক করলে বিভিন্ন রঙের সঙ্গে ফুল, বেলুন ও ভালোবাসার ইমোসহ নানা অ্যানিমেশন ভেসে ওঠে।
তাই...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসানা। তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্প্রতি নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটির পাইলট ছিলেন আবিদ। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর স্ত্রী আফসানা। প্রথমে তাঁকে বলা হয় আবিদ আহত হয়ে চিকিৎসাধীন। পরে স্বামীর মৃত্যুর খবর শুনে আফসানা ভেঙে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছিল।
গত রোববার সকালে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করছিলেন। প্রথমে তাঁকে উত্তরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শেরেবাংলা...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
নিজ কণ্ঠে গান গেয়েছেন উপস্থাপক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘পটাকা’ নামের সেই গানের ভিডিও নির্মিত হলো এবার। এর শুটিং ফারিয়া করে এলেন ভারতের মুম্বাই থেকে।
ভারতের মুম্বাইয়ে ১৮ ও ১৯ মার্চ দুই দিন শুটিং হয় পটাকা গানটির। এটি পরিচালনা করেছেন বলিউড ও টালিউডের নৃত্য পরিচালক বাবা যাদব। নুসরাত ফারিয়া বলেন, সিনেমার জন্য নয়, তবে সিনেমার আদলেই গানের ভিডিওটি করা হয়েছে।
শুটিং শেষে মুম্বাইয়ের বিমানবন্দরে বসে মুঠোফোনে ফারিয়া বলেন, ‘মুম্বাইয়ের ফোগা এলাকায় ভিডিওর শুটিং হয়েছে। ওই এলাকায় বলিউডের সিনেমার প্রচুর শুটিং হয়। বড় পরিসরে শুটিং করার যাবতীয় ব্যবস্থা আছে সেখানে। প্রায় সাত কেজি ওজনের প্যান্ট পরে টানা এক দিন শুটিং করতে হয়েছে আমাকে। এত ভারী পোশাক পরে কাজ করতে খুব কষ্ট হয়েছে। শরীর থেকে এখনো ব্যথা যায়নি।’
রকিব রাহুলের লেখা গানটির সুর ও সংগীত...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবিজালিয়াতিপূর্ণ নির্বাচনে ৭৭ শতাংশ ভোট নিজের ঝুলিতে ভরে ভ্লাদিমির পুতিন কেবল রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিতই হননি, তিনি তাঁর হাতে সব ক্ষমতা সংহত করেছেন এবং একজন আধুনিক জার হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি পশ্চিমের সঙ্গে সংঘর্ষের একটি পথও খুলেছেন, যা কিনা বিপর্যয়কর বলেই প্রমাণিত হবে।
পুতিনের অপকীর্তির কথা বলে শেষ করা যাবে না। ১৯৯০ সালে সোভিয়েত-পরবর্তী রাশিয়ায় গণতন্ত্রের যে উত্থান ঘটেছিল, পুতিন তাকে একবারে ধ্বংস করে ফেলেন এবং ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করেন। তাঁর সমালোচনা যাঁরা করেছেন, তাঁরা সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ বা অন্য যে কেউ—হয় নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন।
সের্গেই স্ক্রিপালের সঙ্গে ঘটা ঘটনার কথাই ধরা যাক। সম্প্রতি সাবেক এই রুশ গুপ্তচর ও তাঁর মেয়েকে যুক্তরাজ্যে...
March 23, 2018

বাহাদুর ডেস্ক:
আখ হলো অতি পরিচিত একটি ফসল। যে কমবেশি সবাই খেয়ে থাকেন। চারদিকে যে হারে গরম পরেছে তার জন্য আপনার শরীরের পানির অভাব শুধু নয়, তার সাথে অন্য বিষয়গুলিও খেয়াল রাখা জরুরি। আসুন আজ জেনে নেই কেন আপনার আখের রস পান করা দরকার।
(১) নিঃশ্বাসের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় প্রতিরোধ করে:
(২) ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার:
(৩) লিভারের সমস্যা দূর করে:
এছাড়াও আখের রস ক্ষারীয় প্রকৃতির হওয়ায় শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করায় সাহায্য করে। জন্ডিসে আক্রান্ত হলে প্রতিদিন দুই বেলা আখের রস পান করুন।
আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে যা হজমে সহায়তা করে এবং হজম সংক্রান্ত সমস্যা দূর করে।
অনেকেই ভাবতে পারেন প্রাকৃতিক চিনি সমৃদ্ধ আখের রস ডায়বেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর নয়। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ...