April 01, 2018

বাহাদুর ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে নৌকার বিজয়ের বিকল্প নেই। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে শনিবার এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা বাবুল। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার আর নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক। আর এই নৌকা প্রতীককে বিজয়ী করতে লগি-বৈঠা নিয়ে এবার প্রস্তুত কৃষকলীগ।
ডৌহাখলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন উর রশিদ পবিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি...
April 01, 2018

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ জেলা তাঁতীলীগের বর্ধিতসভা রবিবার বিকালে ময়মনসিংহ জেলা আওয়ালীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা তাঁতীলীগের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর তাঁতীলীগের সভাপতি আনিছুজ্জামান এলিছ, জেলা তাঁতীলীগের সহ সভাপতি মাহমুদুর রহমান সুরুজ, মহানগরের সহ সভাপতি সাইফুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম এ আজিজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান কিসলু, মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, ধোবাউড়া শাখার সভাপতি আঃ ছালাম, গৌরীপুরের আহবায়ক নজরুল ইসলাম, ত্রিশালের আহবায়ক শাহাদাত হোসেন, তারাকান্দার আহবায়ক আবুল কাশেম, ঈশ্বরগঞ্জের সভাপতি আঃ মোতালেব,...
April 01, 2018

বাহাদুর ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন, ভালো আছেন, খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তাই গুজব ছড়িয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার (১ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
নাসিম বলেন, ‘দুইদিন আগেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনজনের সিভিল সার্জন টিম কারাগারে গিয়েছিল। আজও আমার নির্দেশে তিনজনের একটি টিম কারাগারে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাবন্দি আছেন। সরকারের দায়িত্ব তিনি অসুস্থ হলে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা, আমরা সেটিই করে যাচ্ছি। খালেদা জিয়ার প্রতি...
April 01, 2018

বাহাদুর ডেস্ক:
শুধু এয়ারবাস নয়, নিজেদের বহরে আরও আধুনিক বোয়িং বিমান যুক্ত করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। নতুন ৪৯টি বোয়িং ৭৮৭-১০ যুক্ত হবে সিঙ্গাপুর এয়ারলাইনসে। এর প্রথম বিমানটি এরই মধ্যে এসে পৌঁছেছে বিমান সংস্থাটির কাছে। আগামী মে থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে নতুন এই বিমান। কোনো বিমান সংস্থায় এ ধরনের বোয়িং প্রথম যুক্ত হলো।
২৫ মার্চ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর এয়ারলাইনসের কাছে বিমানটি তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর এয়ার লাইনসের প্রধান নির্বাহী গো চুন পং, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেভিন ম্যাকঅ্যালিস্টার, রোলস-রয়েসের ক্রেতা ও সেবাবিষয়ক পরিচালক ডমিনিক হারউড। ছিলেন বোয়িংয়ের তিন হাজার কর্মী ও আমন্ত্রিত অতিথিরা।
গো চুন পং বলেন, ‘বিশ্বের প্রথম এই...
April 01, 2018

বাহাদুর ডেস্ক:
বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে ভারতীয় সংগীতশিল্পী, সুরকার আর সংগীত পরিচালক কাজ করছেন—এত দিন এমনটাই বেশি শোনা গেছে। এবার তা উল্টে গেল। বাংলাদেশি তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরাফাত মহসিন ভারতের একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মিউজিক করেছেন। দেশের বাইরে বিজ্ঞাপনচিত্রের মিউজিক করতে পেরে তিনি দারুণ খুশি।
গয়না প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের নাম অরা জুয়েলারি। এরই মধ্যে ভারতের টিভি চ্যানেলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখানো হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। এদিকে এই বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু হওয়ার পর বাংলাদেশের অনেকের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন আরাফাত মহসিন। মুম্বাইভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ফার্স্ট টেক ফিল্মসের ব্যানারে তৈরি বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন ঋষি ভর্মা।
ভারতের বিজ্ঞাপনচিত্রে মিউজিক...
April 01, 2018

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে দত্তপাড়াস্থ কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, আলোচনা ও মিলাদ মাফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
জন্মশতবর্ষ উদযাপন কমিটি উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়ায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে কবির বাসভবনে উদযাপন কমিটির আহবায়ক কবি আলম মাহবুবের সভাপতিত্বে সদস্য সচিব আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় কবির সাহিত্যকর্ম ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কবি সোহরাব পাশা, কবি আশিক সালাম, সঙ্গীতশিল্পী ও শিক্ষক মিন্টু দেবনাথ, কবিপুত্র নঈম মাশরেকী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাতি সাংস্কৃতিক সংসদের সভাপতি আবদুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদির ভুঁইয়া, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের...
April 01, 2018

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদকসেবীর বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার গ্রামের লোকজন মাদকসেবী যুবক আবদুল্লাহ আল মামুনের বিচার দাবিতে বিক্ষোভ করে।
উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন। এলাকায় মাদক সেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। সম্প্রতি ফানুর গ্রামের লাগুয়া সোহাগী ইউনিয়নের দরিয়ন (দেওয়ানগঞ্জ) এলাকায় প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে পল্লী বিদ্যুতায়নের কাজ শুরু হয়। স্থানীয় মুক্তার উদ্দিনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল রশিদের তত্ত্বাবধানে এলাকায় বিদ্যুতায়নের কাজটি করছেন। কিন্তু এলাকায় বিদ্যুতায়নের বিষয়টি নিয়ে জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য ও আবদুল রশিদকে জড়িয়ে অপ্রপচার চালাতো শুরু করে। এমন ঘটনার প্রতিবাদে গতকাল রোববার গ্রামের লোকজন চিিহ্নত মাদকসেবী আবদুল্লাহ আল...
April 01, 2018

বাহাদুর ডেস্ক:
‘ডাক্তার’ নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার অভিযোগ উঠেছে। চিকিৎসকরা বোলছেন, ডাক্তার নাম দিয়ে এসব ফেসবুক আইডি এবং পেইজ থেকে কেবল প্রতারণাই করা হচ্ছে। এর সঙ্গে চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসকদের কোনো সংশ্লিষ্টতা নেই। সাধারণ মানুষ এসব আইডি-পেইজ থেকে কোনো ধরনের চিকিৎসা পরামর্শও পাচ্ছেন না। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার এখনই সময়।
ফেসবুক পেইজে দেখা যায়, ডাক্তার তানিয়া, ডাক্তার তানিয়া আক্তার, ডাক্তার ফারহানা সরকার, ডাক্তার সুমাইয়া পাখি, ডাক্তার ফারহানা সুলতানা, ডাক্তার সুমা হোসাইন, ডাক্তার সুমানা চৌধুরী, ডাক্তার ও চিকিৎসা কেন্দ্র, ডাক্তার তানিয়া, ডাক্তার তানিয়া (কিউট পুলা), নামে ফেসবুক আইডিগুলোতে ৪৫ হাজার, এক লাখ ৫১ হাজার, ৩ লাখ ২২ হাজার, ১৭ হাজার, ৪৭ হাজারের মতো লাইক রয়েছে।
বাহাদুর.কম/আইএ...
April 01, 2018

বাহাদুর ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের নয় তলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম তানভীর রহমান নাম(২৭)।
শনিবার (৩১ মার্চ) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমবিএ ভবনের নয়তলা থেকে এক শিক্ষার্থীর নিচে লাফ দিয়ে পড়ার শব্দ শুনতে পাওয়া যায়। শব্দ পেয়ে আশেপাশে থাকা শিক্ষার্থীরা সেখানে দৌড়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসের কর্মচারী রাসেল ও কয়েকজন শিক্ষার্থী। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে সিসিটিভি ফুটেজ দেখে তানভীর আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন রাসেল।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
April 01, 2018
বাহাদুর ডেস্ক:
আরবি জিকরুন জিকর শব্দের অর্থ স্মরণ, যার প্রকৃত স্থান হচ্ছে ব্যক্তির মন বা অন্তর। অর্থাৎ কোনো কথা মনের ভেতর জাগ্রত হলে তাকেই বলা হয় স্মরণ বা জিকর। বাংলায় জিকির বা জিকর বলতে সাধারণত আমরা বুঝি, একাকী বা দলবদ্ধ হয়ে আল্লাহর নাম, আরবি কিছু ছোট ছোট স্তুতিবাক্য অথবা আয়াতের অংশবিশেষ বারবার উচ্চারণ বা পড়া। অথচ জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ বিষয়টি এমন নয়। জানার এবং বুঝার অনাগ্রহে, সীমিত চিন্তায় জিকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা আজো গাফেল।
জিকরুল্লাহ (আল্লাহর স্মরণ) প্রসঙ্গটি পবিত্র কুরআন মাজিদে বিভিন্ন স্থানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এসেছে। কোথাও জিকর শব্দটি উল্লেখিত হয়েছে প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে। কোথাও জিকরের স্থলে এসেছে তাসবিহ-তাহলিল, আবার কোথাও দোয়া বা ইবাদতকেও জিকর বলা হয়েছে। কোথাও জিকরের কথা বলা হয়েছে নাবী-রাসূল এবং অনুগত বান্দাদের...