April 04, 2018

স্টাফ রিপোর্টার :
জেলার হালুয়াঘাট উপজেলার দড়িনগুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে চাঁদার দাবীতে সামাদ ও আব্দুর রশিদের ক্রয়কৃত জমিতে পার্শ্ববর্তী আব্দুর রউফ ওরফে ঠান্ডু ড্রাইভার ও তার সহযোগীতা বসত বাড়ী নির্মাণ করছে। এ ঘটনায় বাধা দিতে গেলে চক্রটি জমির মালিকদেরকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। বুধবার প্রকাশ্য দিবালোকে চক্রটি এ ঘটনা ঘটায়।
জমির মালিক আব্দুস সামাদ ও আব্দুর রশিদ জানান, দড়িনগুয়া মৌজার বিআরএস-দাগ নং ৮২৫ এর পৌনে ১৫ শতক জমি ৪০ বছরেরও বেশী সময় ধরে ক্রয়সুত্রে বিভিন্ন লোকজন চাষাবাদ করে আসছেন। উলে¬খিত জমি তিনি ক্রয় করে ভোগদখলে গেলে পার্শ্ববর্তী আব্দুর রউফ ওরফে ঠান্ডু ড্রাইভারের নেতৃত্বে তার ছেলে জুয়েল, ভাতিজা মাসুদ, আঃ ড্রাইভার, ফরহাদ ও কুদরত নামীয়রা মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চক্রটি গত ১ এপ্রিল চাঁদার দাবীতে উলে¬খিত জমিতে ঘর দরজা ও বসতবাড়ী...
April 04, 2018

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্কুল ছাত্র অপহরণের একমাসেও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে অপহৃতার মা মিনারা খাতুন এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছেলে মেহেদী হাসান বাবু নিজ বাড়ী শিবপুর থেকে গত ৬ মার্চ ফুলবাড়ীয়া উপজেলার পলাশীহাটা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়ী ফিরেনি। বিভিন্ন স্থানে খোজাখুজি শেষে বাড়ীতে ফিরে না আসায় মেহেদী হাসান বাবুর চাচা আব্দুল মোতালেব ফুলবাড়ীয়া থানায় জিডি নং ২৬৭ তাং ৭/৩/১৮ দায়ের করে। এদিকে অপহৃত বাবুর সাথে থাকা মোবাইল থেকে তার মা মিনারা খাতুনে মোবাইলে ম্যাসেজ দেয়া হয় ৬ লাখ টাকা পারলে তাকে জীবিত পাওয়া যাবে। একই ম্যাসেজে টাকা পাঠানোর ঠিকানা বলবে বলে জানানো হয়। এর পরে আরো কয়েকদফা মোবাইলে একই ধরণের ম্যাসেজ দেয়া হয়।
ম্যাসেজে লেখা হয় পরে বুলম,...
April 04, 2018

এম এ আজিজ ময়মনসিংহ :
ময়মনসিংহ বাইপাস সড়কের গোল চত্বরে মঙ্গলবার রাতে প্রাইভেটকার ও তেলের লরির সংঘর্ষে স্বামী-স্ত্রী ও ছাত্রলীগ নেতা তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মনি সরকার, স্মামী অভিজিৎ কুমার সিং ও মহানগর ছাত্রনেতা মফিজুল হাসান। এ সময় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল¬াহ আল মামুন আরিফ ও সজিব মারাত্বক আহত হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ বাইপাস সড়কের গোল চত্বরে গতরাত তিনটার দিকে দাড়িয়ে থাকা তেলবাহী লরির সাথে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দিলে প্রাইভেট কারের সামনের অংশ দুমরে মুচরে যায়। এসময় প্রইভেটকারের আরোহী মনি সরকার (২২) ঘটনাস্থলে মারা যায় এবং মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল¬াহ আল মামুন আরিফসহ চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে...
April 04, 2018

বাহাদুর ডেস্ক :
জুভেন্টাসের মাঠে বাইসাইকেল কিকে গোলের পর প্রশংসায় ভেসে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি গোলের পর ইতালিয়ান ক্লাবটির সমর্থকেরাও উঠে দাঁড়িয়ে সম্মান দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার তুবড়ি তো ছুটছেই। জ্লাতান ইব্রাহিমোভিচ ঠিক তাঁদের কাতারে পড়েন না। ইব্রার প্রশংসার নিজস্ব একটা ঢং আছে। তা শুনলে রোনালদো ভক্তরা কিন্তু ভাবতেই পারেন, ইব্রা বুঝি রোনালদোর প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন!
তুরিনে জুভেন্টাসের বিপক্ষে বক্সের ভেতর থেকে গোল করেছেন রোনালদো। দূরত্ব খুব বেশি ছিল না, তবে শট নেওয়ার কৌণিক মাপ, টাইমিং আর প্লেসমেন্ট ছিল অসাধারণ। মাথার ওপরে থাকা বলকে বাইসাইকেল কিকে জালে পাঠানোর নজির কম নেই ফুটবলে। কিন্তু আড়াআড়ি উচ্চতায় আসা বলকে বাইসাইকেল কিকে জালে পাঠানো অনেক কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই টাইমিংয়ে গড়বড়...
April 04, 2018

রাকিবুল ইসলাম রাকিব:
ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই মোহাম্মদ আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি উজ্জল মিয়া (৩২) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দুই পক্ষের গুলাগুলির সময় আহত হন গোয়েন্দা পুলিশের এসআই ইফতেখার উদ্দিন ও কনস্টেবল ফরিদুল ইসলাম। গত মঙ্গলবার দিবাগত রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানার চরপুলিয়ামারী গ্রামের শাইখ সিরাজ সড়কের পাশে এই ঘটনা ঘটে। আর ছুরিকাঘাতে আহত এসআই আসাদুজ্জামান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল মিয়া পৌর শহরের গোলকপুর এলাকার সমর আলীর ছেলে। পেশায় সে একজন রিকশাচালক। গত ২৭ মার্চ রাতে উজ্জলের বিরুদ্ধে একটি জিডি তদন্ত করতে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র সহ আটক করে এসআই আসাদুজ্জামান। এরপর উজ্জলকে থানায় নিয়ে আসার পথে জেলখানার মোড়ে স্থানীয় এলাকাবাসীর বাঁধার...
April 04, 2018

বাহাদুর ডেস্ক :
পদ্মা সেতু প্রকল্পের পিলার সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গেছে। নদীর মধ্যে থাকা ৪০টি পিলারের মধ্যে ২২টির নকশা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নকশা অনুযায়ী বেশ কয়েকটি পিলারের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলীরা বলছেন, ‘তাঁদের এখন টেনশনই নেই।’ আর প্রকল্পের বিশেষজ্ঞরা জানান, ২০১৯ সালেই পুরো পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা যাবে।
প্রকৌশলীরা জানান, সেতুর ১৪টি পিলারের নকশা অনুযায়ী কাজ করা যাচ্ছিল না। এর সঙ্গে আটটি পিলারের সাতটি করে পাইল বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ২২টি পিলারের নকশা পরিবর্তন করা হয়েছে। বাকি ১৮টি পিলারে আগের নকশা অনুসারে ছয়টি করে পাইল বসানোর কাজ শেষ হয়েছে। নকশার সব সমস্যার সমাধান হওয়ায় ২০১৯ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতু...
April 04, 2018

বাহাদুর ডেস্ক :
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে পাকিস্তান। ১৫৪ রানের লক্ষ্য ১৯ বল বাকি থাকতেই পেরিয়ে যায় সরফরাজ আহমেদের দল। এই হারে পাকিস্তান সফরে হোয়াইটওয়াশড হলো ওয়েস্ট ইন্ডিজ।
করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ বল খেলে শূন্য রানে ফিরে যান চ্যাডউইক ওয়ালটন।
মারলন স্যামুয়েলসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৭২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় অতিথিরা। দুটি করে ছক্কা-চারে ৩১ রান করা স্যামুয়েলসকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান।
পঞ্চাশ ছোঁয়ার পরেই রান আউট হয়ে ফিরে যান ফ্লেচার। এই ওপেনারের ৪৩ বলে খেলা ৫২ রানের ইনিংসটি গড়া তিনটি ছক্কা ও চারটি চারে।
৬ রানের মধ্যে অভিষিক্ত আন্দ্রে ম্যাককার্থি, ফ্লেচার ও রোভম্যান পাওয়েলকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলকে দেড়শ রানে...
April 04, 2018

বাহাদুর ডেস্ক :
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন রোনালদো। অবদান রাখেন মার্সেলোর গোলে।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ সাত কোয়ার্টার-ফাইনালে জেতা রিয়াল আগামী বুধবার দ্বিতীয় লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ইউভেন্তুসের মুখোমুখি হবে।
ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। স্বাগতিকদের বাজে ডিফেন্ডিংয়ের সুবিধা কাজে লাগান অরক্ষিত রোনালদো। ইসকোর পাস থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান পর্তুগিজ অধিনায়ক।
প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান এই তারকা ফরোয়ার্ড। তার কাছাকাছি থাকা মাত্তেও দে শিলিও ব্যস্ত ছিলেন করিম বেনজেমাকে অকার্যকর রাখতে। তা করতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার নিজেই ফাঁদে পড়ে যান।
ষষ্ঠ মিনিটে গোল শোধ করার...