April 12, 2018

গৌরীপুর প্রতিনিধি :
গৌরীপুরে বৃহস্পতিবার (১২এপ্রিল/১৮) আবারও চুরির অপবাদে খুঁটিতে বেঁধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনকারী দম্পতির কবল থেকে এসআই সাইদুর রহমান নির্যাতিত কিশোর রকি মোহাম্মদ (১৪) কে উদ্ধার করেছে। সে পৌর শহরের গোলকপুর এলাকার মরজত আলীর পুত্র।
অপরদিকে পানি উত্তোলনের পাম্প চুরির অপরাধে খুঁটিতে বেঁধে ২০১৭সালের ২৫ সেপ্টেম্বর ময়মনসিংহের নাটকঘর লেনের রেলওয়ে বস্তির মো. শিপন মিয়ার পুত্র টোকাই সাগর মিয়া (১৬) উপজেলার চরশ্রীরামপুর এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোলকপুর মোড়ের বাজারে দোকানদার মতি মিয়া ও তার স্ত্রী চুরির অভিযোগ এনে একই এলাকার রকি মোহাম্মদ (১৪) খুঁটিতে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালায়। এসময় প্রতিবেশীরা প্রতিবাদ করলেও তিনি কারো কথা কর্ণপাত না করে নির্যাতন চালিয়ে যান। একপর্যায়ে নির্যাতনের...
April 12, 2018
স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ শহরের বাইপাস (হৃদয় মোড়) এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় টেম্পু উল্টে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল করিম। তিনি ফুলবাড়ীয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী পুলিশের এসআই তাজুল ইসলাম নিহতের লাশ উদ্ধারসহ টেম্পু জব্দ করে। তবে হালুয়াঘাট অভিমুখী দ্রুতগামী বাসটি পালিয়ে যাওয়ায় পুলিশ সেটা আটক করতে পারেনি।
পুলিশের এস তাজুল ইসলাম জানান, দুপুর বারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস পিছন থেকে একটি টেম্পুকে ধাক্কা মারে। এতে টেম্পুটি উল্টে গেলে টেম্পুতে থাকা একটি বেসরকারী কোম্পানীর মালামাল পরিবহনকারী প্রতিনিধি আঃ করিম মৃত্যুবরণ করেন।
বাহাদুর/এসআইএম...
April 12, 2018

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
বাঙ্গালী চিরন্তন ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করতে প্রতি বছরের ন্যায় এবারও বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের ব্যবস্থাপনায় ১লা বৈশাখ বিশাল মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। এ লক্ষ্যে ১৪ এপ্রিল সকাল আটটায় শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুকুল নিকেতন স্কুলে জমায়েত হবে। শোভাযাত্রা সফল করতে বৃহস্পতিবার দুপুরে মুকুল নিকেতন স্কুলে বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যক্ষ আমীর আহাম্মেদ চৌধুরী রতন মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, সাংস্কৃতিক জোটের...
April 12, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের অধিনে বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভবানীপুর গ্রামে ‘মানসম্মত বীজ উৎপাদন-সংরক্ষণ, বিতরণ ও ব্যবহার প্রযুক্তি’ বিষয়ক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এম.এ মাজেদ।
কৃষক মেহেরাব আরেফিন বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ডক্টর মো. সাদিকুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার লুৎফুননাহার, কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা কৃষি কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম মিন্টু, সহকারী কৃষি অফিসার মোজাম্মেল হক, উপসহকারী কৃষি অফিসার মো. জয়নাল আবেদিন, মুক্তাদির হাসান, মো. হাবিবুর রহমান, কৃষক আব্দুল জলিল, মোশাররফ হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ খামার...
April 12, 2018

বিশেষ প্রতিনিধি:
‘আব্বা ঘুমাইয়া রইছে। উঠব কুম্বালা (কখন)। ধান ক্ষেতও ঘুমাইয়া আছিন। আমার লাইগ্যা মজা (খাবার জিনিস) আনতো না ? থানা চত্বরে বাবার লাশ পড়ে থাকলেও মৃত্যু কি জিনিস তা বুঝার সময় এখনও হয়নি তিন বছর বয়সী ফারজানার। তাই মায়ের কাছে এসে বাবাকে জাগানোর বায়না ধরে সে। ক্রন্দনরত মায়ের মুখ থেকে কোনো জবাব না পেয়ে ভাইকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। নির্মম ভাবে মাথা থেঁতলে হত্যা করা ইজিবাইক চালক ফারুক মিয়ার লাশ বুধবার সকালে থানায় নিয়ে আসলে এ হৃদয় নাড়া দেওয়া দৃশ্যের অবতারণা হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায়।
উপজেলার উচাখিলা ইউনিয়নের বৃচরাকোনা গ্রামের আবদুল জব্বারের ছেলে ফারুক মিয়া (৩৫)। তিনি উচাখিলা-নতুনবাজার সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। মঙ্গলবার সন্ধ্যার পর ইজিবাইক নিয়ে বের হয় ফারুক। প্রতিদিন রাত ১২ টার মধ্যে বাড়ি ফিরলেও মঙ্গলবার রাতে বাড়িতে...
April 12, 2018

বাহাদুর ডেস্ক:
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সেই দাম নিই না। বিদ্যুৎখাতে আমরা ভতুর্কি দিই। খরচের চেয়ে অনেক কম দামে আপনারা বিদ্যৎ পান। বিদ্যুৎ আমাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ সম্পদ তাই উচিৎ হবে বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও মিতব্যয়ী হওয়া।’
‘আমি যখন ঘর থেকে বের হই কিংবা বাথরুম থেকে বের হই তখন নিজের হাতে সুইচ বন্ধ করি। এতে আমার সম্মান যায় না। নিজের কাজ নিজে করার মধ্যে সম্মানহানির কিছু নাই। আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন সুইচটি বন্ধ করে যান। আপনার টেলিভিশন চালান, কম্পিউটার চালান এখানে যে লাল আলো জ্বলে থাকে তাতেও বিদ্যুৎ খরচ হয়। মোবাইল-ল্যাপটপ চার্জ শেষে অনেক সময় চার্জার রেখে দেন সেখানেও বিদ্যুৎ খরচ হয়। আপনারা যদি সুইচ বন্ধ করে রাখেন তাতে...
April 12, 2018

বাহাদুর ডেস্ক:
লাইফস্টাইল ডেস্ক।।
জানতেন কি দিনে দুটো বা তিনটে মুরগির ডিম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? আমরা এতদিন শুনে এসেছি যে দিনে একটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু দিনে একের অধিক ডিম খাওয়া যে কতটা উপকারী তা নিয়ে খুব একটা কথা হয়না।
চলুন, দিনে একের অধিক মুরগির ডিম খাওয়ার উপকারি দিকগুলো সম্পর্কে জেনে নেই।
ডিমে থাকা কোলাইন মস্তিষ্কের জন্য উপকারী
আমাদের মস্তিষ্কের কোষগুলোকে যে ফসফোলিপিডগুলো সচল রাখে তারা কোলাইন দ্বারা গঠিত। এই ভিটামিন আমাদের মস্তিষ্কের গঠনের জন্য একটি অপরিহার্য উপাদান। কোলাইনের অভাব স্মৃতি হ্রাস ঘটায়। দিনে দুটো করে ডিম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলাইনের জোগান দেয়। তাই মস্তিস্ককে সুস্থ্য রাখতে প্রতিদিন অন্তত দুটো ডিম খাওয়া খুবই জরুরি।
দৃষ্টিশক্তি বাড়াতে লুটিন
নতুন গবেষণায় দেখা গেছে মুরগির...
April 12, 2018

বাহাদুর ডেস্ক:
যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাচ্ছে দ্রুতগতি সম্পন্ন অত্যাধুনিক সুপারসনিক প্লেন। মার্কিন মহাকাশ গবেষণাসংস্থা নাসার পরিকল্পনায় এ প্লেন তৈরি করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান লকহিড মার্টিন। অত্যাধুনিক এ আকাশযানটির নাম দেওয়া হয়েছে ‘এক্স-প্লেন’। সম্প্রতি প্লেনটির ডিজাইন, নির্মাণ ও পরীক্ষামূলক উড্ডয়ন বাবদ ২৪৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পাদিত হয়েছে নাসা ও লকহিড মার্টিনের মধ্যে।
নাসা একটি বিবৃতিতে জানায়, শব্দের চেয়েও দ্রুতগতিতে চলবে প্লেনটি, কিন্তু এ থেকে সনিক বুমের আওয়াজ পাওয়া যাবে না। শব্দের বেগের কাছাকাছি বা তার থেকেও বেশি বেগে আকাশযান চলাচল করলে একধরনের তরঙ্গ সৃষ্টি হয়। এ তরঙ্গের ফলে যে বিপুল শব্দ উৎপন্ন হয় তাকে সনিক বুম বলে। এ শব্দ শুনতে অনেকটা বাজ পড়ার শব্দের মতো শোনায়।
লকহিড মার্টিনের প্রাথমিক ডিজাইন অনুযায়ী প্লেনটির...
April 12, 2018

বাহাদুর ডেস্ক:
প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে পড়েছে ভারতের আগ্রায় তাজমহলের প্রবেশদ্বারের একটি মিনার। বুধবার সন্ধ্যায় আগ্রায় দমকা হাওয়াসহ ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় প্রবেশদ্বারের পাথরের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ ঘটনায় দক্ষিণ গেটের একটি মিনার ভেঙে পড়ে এবং একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বাতাসে ভেঙে পড়া ১২ ফুটি মিনারটির সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীর্ষও ছিল। মিনারটি সপ্তদশ শতকে তৈরি দরওজা-ই-রওজা নামে পরিচিত প্রধান প্রবেশদ্বারের একটি অংশ।
তাজমহলের প্রধান প্রবেশদ্বার দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এটি প্রধানত মার্বেল পাথরের তৈরি। এর নকশায় প্রথম দিকের মোগল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ পাওয়া যায়।
এর আগে...
April 12, 2018

বাহাদুর ডেস্ক:
১১তম আইপিএলের আজকের ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা থাকার নয়। তবে, দল দুটি যেহেতু সাকিব বনাম মোস্তাফিজের, তখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একটু বাড়তি উত্তেজনা খুঁজে নিচ্ছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইপিএলের সপ্তম ম্যাচে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।
সাকিবদের মাঠ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আতিথ্য নেবে মোস্তাফিজের মুম্বাই।
গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই এখনও জয় পায়নি। মোস্তাফিজরা নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে চেন্নাইয়ের বিপক্ষে। শেষ ওভারের রোমাঞ্চকর নাটকে ১ উইকেটে হেরেছিল রোহিত শর্মা-মোস্তাফিজরা। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিবের হায়দ্রাবাদ। রাজস্থানকে ৯ উইকেটে উড়িয়ে দেয় শিখর ধাওয়ান-রশিদ খান-ভুবনেশ্বর-সাকিবরা।
নতুন ঠিকানায় সাকিবের অভিষেকটা...