July 26, 2018

স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়া জেলা আদালতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ইউটিউব ওয়েব সাইটে ট্রু নিউজ বিডি নামক চ্যানেলে স্থিরচিত্রে ময়মনসিংহ পুলিশ সুপার, জামালপুর ও নারায়নগঞ্জ পুলিশের উর্দ্বতন পাচ কর্মকর্তার ছবি ব্যবহার করায় ময়মনসিংহে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। জেলা পুলিশের আরও ওয়ান অসীম চন্দ্র দাস কোতোয়ালী মডেল থানায় এ মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বের বিভিন্নস্থানে কোন ঘটনা ঘটলেই কতক কুচক্রি মহল উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ও ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটে মুখরোচক, অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকার সংবাদ প্রচার করে আসছে।...
July 26, 2018

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে পৃথক অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীসহ ১৭জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার জেলার ভালুকার সিডস্টোর ও ময়মনসিংহ শহরের জব্বার আলী কমপ্লেক্স থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইশত পিচ ইয়াবা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে মাদক ও জুয়া আইনে পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার ভালুকায় অভিযানকালে গোপনসুত্রে খবর পাওয়া যায় সিডস্টোর হবিরবাড়ি আল মদিনা কমপ্লেক্সের সামনে মাদক ব্যবসায়ী একটি সিন্ডিকেট মাদক কেনাবেচা করছে। উর্দ্বতন কর্তৃপরে পরামর্শে তাৎনিক অভিযান পরিচালনা করে সেলিম মিয়া ও ইব্রাহিম খলিল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ...
July 26, 2018

গৌরীপুর প্রতিনিধি :
বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা-মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিল এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সামছুল হক সামছু’র নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুলাই/১৮) গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সামছুল হক সামছু’র নেতৃত্বে মিছিলত্তোর সমাবেশ বক্তব্য রাখেন সামছুল হক ওরফে সাবেক ভিপি সামছু, গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দীন, সোহেল রানা, সাহেব আলী, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, যুবনেতা শহিদুল...
July 26, 2018

গৌরীপুর সংবাদদাতা ॥
‘শিক্ষার এই আলোকিত আঙ্গীনায় করছি বরণ, শুভ হোক তোমাদের আগমন’ এই শ্লোগানে গৌরীপুর পাবলিক কলেজের ২০১৮ সালের এইচএসসির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ জুলাই) গৌরীপুর পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
কলেজের গভর্ণিং বডির সভাপতি আমিনুল হক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উদ্যোক্তা ওয়ারিছ উদ্দিন ফকির, সাদ্দাম হোসেন, প্রভাষক শামীম খান, জাহাঙ্গীর আলম, আতাহার নূর, কামরুন্নাহার মুক্তা, জাকির হোসেন, ফাতেমা আক্তার, জাকির হোসেন প্রমুখ।...
July 26, 2018

গৌরীপুর প্রতিনিধি :
বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা-মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিল এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুলাই/১৮) গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা, যুবনেতা এএফএম শহীদুল্লাহ, ইউসুফ আলী মিন্টু, মোস্তাফিজুর রহমান বোরহান, মো. হেলিম মিয়া, মো. সুজন মিয়া, সুলতান ইসলাম, মঞ্জুরুল আহমেদ, আফাজ উদ্দিন হারুন, হাবিবুর রহমান, মঞ্জুরুল...