August 13, 2018

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে ৬ হাজার ৩৬০ জন দুস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের নারী-পুরুষের মাঝে সোমবার (১৩ আগস্ট) ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ভিজিএফ কর্মসূচীর আওতায় এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তদারকী কর্মকর্তা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, ইউপি মেম্বার আজিজুল হক, আব্দুর রহমান, ইসহাক মিয়া, এমদাদুল হক, মোঃ মোস্তাকীম, মহিলা মেম্বার কুলসুম, ফেরদৌসী, ঝরনা আক্তার, বোকইনগর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু প্রমুখ।...
August 13, 2018

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সাথে সোমবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় পৌর মিলনায়তনে মতবিনিময় করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ মতবিনিময় সভায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে পৌরসভার সকল মসজিদগুলোতে দোয়া-মাহফিলের আয়োজন করার জন্য ইমাম, খতিব, মুয়াজ্জিনগণদের প্রতি অনুরোধ জানান পৌর মেয়র। এছাড়া মতবিনিময় সভায় পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে ঈদের জামাতের সময়সূচী নির্ধারণ করা হয় এবং কুরবানীর বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে মসজিদের মুসল্লীদের সাথে আলোকপাত করার জন্য অনুরোধ করেন পৌর মেয়র। মতবিনময় সভায় বক্তব্য দেন গৌরীপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ...
August 13, 2018

না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথিতযশা সাংবাদিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এর আগে, ওই হাসপাতালে সোমবার বিকাল ৫টায় লাইফ সাপোর্টে নেয়া হয় গোলাম সারওয়ারকে।
উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল।
কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকালে তাকে লাইফ...
August 13, 2018

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ওরফে ভিপি বাবুলের উদ্যোগ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মীদের ব্যবস্থাপনায় জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপীর আয়োজন করা হয়েছে।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ওরফে ভিপি বাবুল জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বুধবার উপজেলা কৃষকলীগের সমন্বয়ের প্রত্যেকটি ইউনিয়নে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন, শোকর্যালি, আলোচনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। সেদিন সকাল সাড়ে ১০টায় অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার, দুপুর ১২টায় ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজার, দুপুর ১টায় রামগোপালপুর ইউনিয়নের ডাউকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দুপুর ২টায় মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকবাজারে, দুপুর ৩টায়...
August 13, 2018

বাহাদুর ডেস্ক:
রাজধানীতে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম (আইটিএস) চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, নগরীতে ট্রাফিক ব্যবস্থা অনেক আগ থেকেই নাজুক। এই অবস্থা থেকে মুক্তি প্রয়োজন। এ জন্য আমরা জাইকার অর্থায়নে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছি। গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএসসিসির নির্মল বায়ু ও টেকসই উন্নয়ন প্রকল্প (কেস) আয়োজিত ‘ক্লিন অ্যান্ড সেইফ মোবিলিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক রাকিবুর রহমান, স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ কর্মকর্তারা।
‘আমাদের পথ, আমাদের হাতেই নিরাপদ’...
August 13, 2018

প্রধান প্রতিবেদক :
ইটের সুরকী বাতাসে উড়ে, ৮০বছরের বৃদ্ধার আঙুলের ঘর্ষণে পাউডার হয়ে যায় এমন রাবিশ দিয়ে চলছে গৃহনির্মাণ প্রকল্প। ব্যবহার করা হচ্ছে তিন নাম্বার ইট। ঘরের কাঠ নয় এ যেন গাছের বাকল ও ডালাপালার সরু-টুকরার চলছে জোড়াতালি। খুঁটির মাপও কমে গেছে ১ফুট। পিলার নির্মাণে ৪টির বদলে ৩টি রড ব্যবহারের রয়েছে অভিযোগ। প্রত্যেকটি খাতে শুরু হয়েছে ‘লুটপাটের মহোৎসব’। এমন অবস্থায়ই দেখা গেলো ময়মনসিংহের গৌরীপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহনির্মাণ প্রকল্পের বাস্তবায়ন।
এ প্রকল্পের অধিনে ২০১৭-১৮ অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৯৮টি ঘর নির্মাণের জন্য প্রত্যেকটি গৃহনির্মাণের জন্য ১লাখ টাকা করে ২ কোটি ৯৮ লাখ টাকা অনুমোদন হয়েছে। বিলম্ব অর্থ প্রাপ্তির কারণে নির্ধারিত সময়ে সম্পূর্ণ হয়নি এ প্রকল্প। তবে জুন কোজিংয়ে কাগুজে শতভাগ সম্পূর্ণ...
August 13, 2018

বাহাদুর ডেস্ক:
চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষুশিবিরে চিকিৎসা নিয়ে ‘চোখ হারানো’ ২০ জনের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে আগামী ২১ অক্টোবর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইজীবী অমিত দাসগুপ্ত। এর আগে গত ১ এপ্রিল ‘চোখ হারানো’ এই ২০ জনের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চোখ হারানো ২০ জনকে ১ কোটি টাকা করে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
একটি জাতীয় দৈনিকে ‘চক্ষুশিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শীর্ষক শিরোনামে ২৯ মার্চ একটি...
August 13, 2018

বাহাদুর ডেস্ক:
মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করেছে সরকার। সোমবার রাত ১২টা পেরুলেই এই কলরেট চালু হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনও কলরেট নির্ধারণ করতে পারবে না। এই কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে। এরইমধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, এখন থেকে আর মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফ নেট ও অন নেট সুবিধা থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা। তিনি জানান, ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকরের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ৪৫ পয়সা হলো নতুন কলরেটের ফ্লোর প্রাইস (ইউনিফায়েড ফ্লোর প্রাইস)। এই রেটের কমে কোনও মোবাইল নম্বরে...
August 13, 2018

বাহাদুর ডেস্ক:
নতুন করে আরো ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিতে যাচ্ছে সরকার।
এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে প্রস্তাবিত খসড়া আইনটি। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পেলে পরবর্তীতে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও ব্যয় সংক্রান্ত বিষয়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে।
নিয়ম অনুযায়ী আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে আইনটির চূড়ান্ত পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের...
August 13, 2018

বাহাদুর ডেস্ক:
কওমি মাদরাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে কওমি মাদরাসাসমূহের দাওয়ায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগে থেকেই হয়ে (কওমি সনদের স্বীকৃতি দেয়া হয়েছে) আসছে, সেটাকে আইনি কাঠামোতে নিয়ে আসা হচ্ছে। সারাদেশে ছয়টি বোর্ড কওমি মাদরাসাগুলোকে নিয়ন্ত্রণ করছে জানিয়ে তিনি বলেন, এদেরকে নিয়ে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড করা হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদরাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন...