August 18, 2018

বাহাদুর ডেস্ক:
আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বিকেল থেকে আগামীকাল ভোর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সোয়া এক লাখেরও বেশি বাংলাদেশি হজযাত্রী অন্য হাজিদের মতো মিনায় যাবেন।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নির্দেশনায় মিনার মাঠে অসুস্থ বাংলাদেশি হাজিদের চিকিৎসা দিতে ৪০ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন ডাক্তার, ১৫ জন নার্স, ব্রাদার, ফার্মাসিস্ট ওটি সহকারী ও ১০ জন হজ সহায়ক রয়েছেন। তারা ৮ ঘণ্টা করে তিন শিফটে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারের টিম প্রধান ডা. জাকির হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এছাড়া আরাফাত ও মিনার আশপাশে সৌদি সরকারের কয়েকটি স্থায়ী হাসপাতালে দুজন করে ডাক্তার থাকবেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান ও ধর্ম সচিব আনিছুর রহমান মক্কায় বাংলাদেশ...
August 18, 2018

বাহাদুর ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশি কিশোরীদের। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশি কিশোরীদের। টুর্নামেন্টে আজই প্রথম গোল হজম করেছে বাংলাদেশ।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথামার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ বেশ হয়। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল।
তবে বিরতির পর পিছিয়ে যায় বাংলাদেশ। ৬৬তম মিনিটে সুনিতা মুন্ডার গোলে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। কর্নার কিকের সুযোগ কাজে লাগিয়ে গোল করে ভারত। দশ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছ থেকে ক্রস পেয়ে গোলে শট নেন সুনিতা মুন্ডা। বাংলাদেশের গোলরক্ষক লাফ দিলেও বলটি ঠেকাতে পারেননি।
ম্যাচের...
August 18, 2018

বাহাদুর ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে নেউলের আক্রমণে প্রায় সাতশ মুরগির বাচ্চা প্রাণ হারিয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে রাকিব আহমেদ শাওনের খামারে এই ঘটনা ঘটে। পরে মৃত বাচ্চার মরদেহ মাটিতে পুতে রাখা হয়।
জানা গেছে, কোনাপাড়া গ্রামের বাসিন্দা শাওন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে খামার করে মুরগির ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে শাওন নিজের খামারের জন্য ঢাকা থেকে দুই দিন বয়সী নয়শত ব্রয়লার মুরগির বাচ্চা ২৫ হাজার টাকায় ক্রয় করেন। শনিবার সকালে শাওন খামারে বাচ্চার খাবার দিয়ে বাড়িতে গেলে জঙ্গল থেকে কয়েকটি নেউল খামারে ঢুকে মুরগির বাচ্চার ওপর আক্রমণ চালায়। এসময় নেউলের কামড়ে প্রায় সাত শত বাচ্চা প্রাণ হারায়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে নেউলগুলো পালিয়ে যায়।
খামারি শাওন জানান, লাভের আশায় অনেক কষ্ট করে টাকা যোগাড় করে মুরগির...
August 18, 2018

বাহাদুর ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের আগেই বিদ্যুৎস্পৃষ্টে রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সহনাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি অনেকেই জানত না। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রিয়াজ উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এবং প্রধান অতিথি নাজিম উদ্দিন আহমদে এমপি তার বক্তব্যে দুঃখ প্রকাশ করেন।
স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সহনাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৪২৯টি পরিবারের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
ওই...
August 18, 2018

বাহাদুর ডেস্ক:
আগামী বুধবার (২২ আগস্ট) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর অসংখ্য মানুষ। পথঘাটের সব দুর্ভোগ উপেক্ষা করেই নাড়ির টানে বাড়ি ফিরছেন তারা। পুরোদমে শুরু হওয়া ঈদযাত্রার প্রথম দিনে ছিল সড়কে যানজট আর বিলম্বে ট্রেন ছাড়ার বিড়ম্বনা।
গতকাল শুক্রবার রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাসটার্মিনাল এবং কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাত্রীদের পদচারণায় মুখর ছিল। তবে ঢাকা নদীবন্দরে (সদরঘাট) বাড়ি ফেরা মানুষের চাপ ছিল তুলনামূলক কম। আর ট্রেন স্টেশন জুড়েই ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন শিডিউলের কিছুটা গড়বড় হয়েছে। গতকাল সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়লেও তিনটি ট্রেন যথাসময়ে যাত্রা করতে পারেনি। তবে সড়কপথে যানবাহনের চাপ...
August 18, 2018

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের ৮৩তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৮ আগস্ট/১৮) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কৃষি অফিস মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা।
বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মজিবুর রহমান ফকির, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, পৌর স্বজনের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক...
August 18, 2018

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা সংস্কৃতির তীর্থভূমি ময়মনসিংহের শান্তি-শৃংখলা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহে সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন পুলিশ মানুষের আস্থার প্রতীক, বর্তমানে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে, যে কোন অপরাধকে রাজনীতির দৃষ্টিতে নয় আইনের দৃষ্টিতে আর অপরাধীকে অপরাধী এবং রাজনীতিকে রাজনীতি হিসাবে দেখব। জঙ্গিবাদ সারা পৃথিবী কাবু করলেও পুলিশ জীবন দিয়ে বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্ক ধবংশ করে দিতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে আজ সারা বিশ্বে রোল মডেল। যে কোন ধরনের অরাজকতা, সন্ত্রাস,মাদক, নারী নির্যাতন বাল্যবিবাহ ও জঙ্গি দমনে কঠোর অবস্থানে থাকবো, এ ব্যাপারে তাঁর নীতি হবে জিরো টলারেন্স। কোন ধরনের অন্যায়ের কাছে মাতা নত করবেন না ময়মনসিংহে সদ্য যোগ দেওয়া এই পুলিশ সুপার। ময়মনসিংহের শান্তিকামী মানুষকে নিরাপদে...
August 18, 2018

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ আইডিয়াল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্য প্রফেসর তোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালক শাহীন মোহাম্মদ আসিফ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর শাহ মোঃ জিয়াউল হক, পরিচালক একাডেমি ময়মনসিংহ আইডিয়াল কলেজ এবং আব্দুলা আল আমিন, পরিচালক আইডিয়াল কলেজ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, রাজনৈতিক জীবন এবং বাংলাদেম গঠনে তার অবদান শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন শিার্থী, শিক মন্ডলী ও অতিথিবৃন্দ। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত তার পরিবারের সকলের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া...
August 18, 2018

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহের ফুলবাড়িয়ার কুশমাইল ইউনিয়নের ছলির বাজার থেকে ভিজিএফ’র ২৪০বস্তা চাউল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বাজারের ২টি দোকান থেকে এসব চাউল জব্দ করেন। সোমবার হতে কুশমাইল ইউনিয়নে ভিজিএফ শুরু হয়। বৃহস্পতিবারও বিতরণ চলছিল। ২টি দোকানে ভিজিএফ এর চাউল মওজুত করা হচ্ছে এমন খবরে ইউএনও ছলির বাজারে অভিযান পরিচালনা করে বাবুলের ঘর থেকে ২৪০ বস্তা চাউল আটক করে। জব্দকৃত চাউল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানের হেফাজতে জমা রাখা হয়। স্থানীয়রা জানান, এগুলো ভিজিএফ এর অবিতরণকৃত চাউল। তবে চাউলের সরকারি বস্তা পরিবর্তন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, তদন্ত সাপেে থানায় মামলা করা হবে। আদালতের নির্দেশনা মোতাবেক চাউলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।...
August 18, 2018

নিজস্ব প্রতিবেদক :
‘১৫ মিনিটে কত সেন্টিমিটার?’ এমন আজব প্রশ্ন করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ৫ম শ্রেণির প্রশ্নপত্রে। ১০০ পূর্ণমানের ১১টি প্রশ্নে ৮২টি ভুলের সন্ধান মিলেছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে তোলপাড়।
শুধু গণিতে নয় সকল বিষয়েই ছিলো ভুলেভরা। এমন ভুল প্রশ্নেই ৬আগস্ট থেকে ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এ পরীক্ষায় ১৭৭টি সরকারি ও ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৪২হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের সূত্রে জানা যায়, ৫ম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্নপত্রে ১নং প্রশ্নের ‘ড’ ক্রমিকে প্রশ্ন করা হয়েছে ‘১৫মিনিট সমান কত সে.মি?’ কোমলমতি ছাত্রছাত্রীদের নিকট এটি একটি আজব...