Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

| |

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মাসব্যাপি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

October 30, 2018

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর শাখার উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর/১৮) মাসব্যাপি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সংগঠনের আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম হবি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রুহুল...

গৌরীপুরে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক উৎসব

October 30, 2018

প্রধান প্রতিবেদক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর/১৮) উন্নয়ন মেলা, র‌্যালি ও সাংস্কৃতিক উৎসব উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, সহকারী কমিশনার (ভূমি) আবুল মুনসুর, অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ইকবাল...

গৌরীপুরে আনসার-ভিডিপি সমাবেশে সেরাদের সংবর্ধনা

October 30, 2018

বাহাদুর ডেস্ক ময়মনসিংহের গৌরীপুরে আনসার-ভিডিপি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর/১৮) উপজেলা পাবলিক হলে আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের করণীয় তুলে ধরেন প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তানিয়া লিপি। বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাত এ হুর, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মো. রাকিবুল হাসান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মো. আব্দুল কাদির প্রমুখ। আনসার-ভিডিপি সমাবেশে শ্রেষ্ঠ ইউনিয়ন দলনেতা জুলফিকার আলী, দলনেত্রী নুর জাহান, দলনেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, দলনেতা নাজিম উদ্দিনকে বাইসাইকেলসহ নানা উপঢৌকন দিয়ে সংবর্ধিত করেন প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ...

আ.লীগের একক আজম, বিএনপির একাধিক প্রার্থী

October 30, 2018

বাহাদুর ডেস্ক একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুর-৩ আসনে সব দলের সম্ভাব্য প্রার্থীদের সভাসমাবেশ গণসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ নানান কৌশলে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনী হিসাব-নিকাশ মেলাতে শুভেচ্ছা বিনিময়, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে কোনো কমতি নেই তাদের। আর এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে জামালপুর-৩ আসনে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসন। নির্বাচনী লড়াইয়ে বিগত দিনে একবারও টিকতে পারেনি সাংগঠনিকভাবে দুর্বল বিএনপি। এ আসনে মূলত আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির। তবে দলীয় কোন্দলে জর্জরিত বিএনপির...

গৌরীপুর রেলওয়ে জংশনে মাদকবিরোধী সমাবেশ

October 30, 2018

প্রধান প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর/১৮) গৌরীপুর রেলওয়ে জংশন চত্বরে ‘হঠাও মাদক, বাঁচাও দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আল রাজ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন প্রচারাভিযানে মাদককের ভয়াবহতা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মাদক বিরোধী প্রচারাভিযানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাশিদ, রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়দুর রহমান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মাসুদ মিয়া রতন, গৌরীপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রধান...

ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

October 30, 2018

বাহাদুর ডেস্ক বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে বলে আবহাওয়া অধিদফতর মঙ্গলবার এ কথা জানায়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।...

চাপে নয়, গণতন্ত্রের স্বার্থে সংলাপ : কাদের

October 30, 2018

বাহাদুর ডেস্ক কোনো চাপের কাছে নতি স্বীকার করে নয় বরং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার সংলাপ হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের পথ উন্মুক্ত রাখতেই প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আজ মঙ্গলাবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পলিসি শিফট করেনি। আমরা আমাদের অবস্থানেই আছি। কারো চাপে কিংবা আন্দোলনে নতি স্বীকার করে সংলাপে বসছি—বিষয়টি এমন ভাবা ঠিক হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিষয়টা হচ্ছে ড. কামাল হোসেন সাহেব ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নেত্রী বলেছেন—আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে, তার...

বললেন অ্যাটর্নি জেনারেল ‘নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

October 30, 2018

বাহাদুর ডেস্ক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সকালে এ মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে খালেদা জিয়া মুখ্য আসামি হিসেবে প্রমাণিত হয়েছেন, এজন্যই উনার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সাজা বাতিল না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রয়েছে। এছাড়া দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়া ছিলেন এ মামলার মুখ্য আসামি। সেই গ্রাউন্ডে তার সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে মামলায় সব আসামির সাজাই...

তিন ভাইবোন মনোনয়নপ্রার্থী বিব্রত আওয়ামী লীগ

October 30, 2018

বাহাদুর ডেস্ক আসন্ন সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থীজট দেখা দিয়েছে। এখানে অন্তত ছয়জন নৌকা মার্কা পেতে চান। এর মধ্যে একই পরিবারের তিন ভাইবোন প্রার্থিতা ঘোষণা করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টায় দৌড়ঝাঁপ করছেন। তাদের একজন বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল। দলীয় মনোনয়ন তিনিই পেতে যাচ্ছেন বলে নেতাকর্মীদের বিশ্বাস। সাংসদের বড় ভাই রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলও বসে নেই। দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনিও সভা-সমাবেশ করে যাচ্ছেন। অন্যদিকে তাদের ছোট বোন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরীও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে রয়েছেন। মনোনয়ন দৌড়ে তিন ভাইবোনের তৎপরতায় বিব্রত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তৃণমূল কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। তিন ভাইবোনই সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের...

সংলাপ বৃহস্পতিবার

October 30, 2018

বাহাদুর ডেস্ক আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বহুল প্রত্যাশিত সংলাপ শুরু হচ্ছে। পরশু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এ জন্য নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এর আগে প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করবে আওয়ামী লীগ। এই সংলাপে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে...