November 05, 2018

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও গৌরীপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার ( ৫ নভেম্বর/১৮) উপজেলার কাউরাট গ্রামে বিনা উদ্ভাবিত আগাম আমন বিনাধান-১৭ সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস ও সেরা কৃষাণ-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিনা’র মহাপরিচালক ডক্টর বীরেশ কুমার গোস্বামী সেরা কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন। তিনি বলেন, অধিক ফলন, সার ও খরচ সাশ্রয়ী, স্বল্পদিনে অধিক ফসল উৎপাদন ও একই জমিতে অন্য ফসল উৎপাদনের সুযোগ করে দিচ্ছে বিনাধান-১৭।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে উপসহকারী আকিকুন্নাহার বলেন, বিনা ধান ১৭ মানেই হলো আজকের পাকা ধানের মাঠ। আগাম জাতের হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া...
November 05, 2018

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার তারাকান্দার পলাশকান্দা ও শহরের চরপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের জুয়ার সরঞ্জাম, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার তাদেরকে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ময়মনসিংহকে জুয়া ও মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে।তারাকান্দার রাম গোপালপুর এলাকার পলাশকান্দায় একদল জুয়াড়ি জুয়ার আসর বসিয়েছে রবিবার এ ধরণের গোপন খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম, এমদাদুল ইসলাম, নুরু মিয়া, মোরশেদ, মজিবর, বাবুল মিয়া, আলমগীর, সাদিকুল, মন্তু মিয়া, লাল মিয়া, নমরুদ, গোলাম হোসেন, আল আমিন, আরিফুল, শহিদুল, শাহারুল ইসলাম, আবুল কালাম, সুমন, ইয়াকুব...
November 05, 2018

স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুরে ইসলামাবাদ সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের পুত্র ফয়সাল আমিন খান ডায়মন্ডের অর্থায়নে ইসলামাবাদ সিনিয়র মাদরাসার তোরণ সোমবার (৫ নভেম্বর/১৮) উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাদরাসার গর্ভণিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ।
ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকন উদ্দিন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, অধ্যাপক মোঃ জৈন উদ্দিন, মো. মাহবুবুল আলম, গোলাম মোস্তুফা, মোঃ নুর ইসলাম, মোঃ মাহবুব আহম্মেদ, সহকারী মৌলভী গিয়াস উদ্দিন, মোঃ এমদাদুল হক, ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক বিলকিছ আঞ্জুমান আরা, নিবাস চন্দ্র বর্মণ, মোহাম্মদ আলী, মো. ইয়াহিয়া, ফারজানা নাসরিন, তাসলিমা আক্তার, মোহাম্মদ...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই থানা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দুই আসামির বিরুদ্ধে গণহত্যা, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে এ দুই আসামিই পলাতক রয়েছেন। গতকাল রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায়, ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লিয়াকত আলী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সভাপতি থাকা অবস্থাতেই যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৬ সালের ১৮ মে এই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণ জালিয়াতি ও মুদ্রা পাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে সকাল ৯টার পর আবদুল আউয়াল মিন্টু সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। ব্যবসায়ী মিন্টুকে দুদকে তলব করে গত ৩১ অক্টোবর তার মাল্টিমোড গ্রুপের অ্যাকর টাওয়ারের অফিসের ঠিকানায় নোটিস পাঠায় দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মিন্টুর বিরুদ্ধে ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ঋণ নেওয়া, রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ঐক্যফ্রন্টের ৭ দফাকে সমর্থন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আমার দল জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাসহ অপর ৪ কমিশনার— মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত আছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরকউল্লাহ বুলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নঈম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত রয়েছেন এই বৈঠকে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যোগ দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
শনিবার ছিল জনপ্রিয় এই চিত্রতারকার জন্মদিন। এদিন সন্ধ্যায় উত্তরায় নিজের রেস্তোরাঁয় তিনি অনলাইন পত্রিকা চালুর ঘোষণা দেন।
মৌসুমী জানান, 'ইয়েস নিউজ বিডি ডটকম' নামের অনলাইন পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।
এই অনলাইন পত্রিকায় শুধুমাত্র বিনোদনের খবর পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, 'সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালোলাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিকতার ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো। ইয়েস নিউজ সবসময় সত্যকে সঙ্গে নিয়ে চলবে।'
মৌসুমীর জন্মদিনের অনুষ্ঠানে মৌসুমীর স্বামী ওমর সানি, চিত্রতারকা শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৌসুমী একটি ইউটিউব...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
গত ১৯ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘দেবী। অনম বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তির পর পরই চলে আসে আলোচনায়। প্রথমে ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২৮ সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। তৃতীয় সপ্তাহে দেশের ৫০ সিনেমা হলে চলছে ছবিটি।
দেশে সফলতার পর নতুন সুখবর পাওয়া গেলো ‘দেবী’র। ছবিটি গত ৩ নভেম্বর আমেরিকার সানফ্রান্সিসকো শহরে প্রদর্শিত হয়। এবার নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স হলে আগামী ৯ নভেম্বর প্রদর্শিত হবে বলে জানালো আমেরিকায় ‘দেবী’ ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস। ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯ টায় এবং পরের দুই দিন শনিবার ও রবিবার বিকেল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে।
এ প্রসঙ্গে বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ তথ্য জানিয়ে বলেন, ‘সান ফ্রান্সিসকো প্রদর্শিত হওয়া পর এবার নিউইয়র্কের...
November 05, 2018

বাহাদুর ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আবারও ক্ষমতায় আসতে পারেন, সে জন্য আলেম-ওলামাদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন নিশ্চয়ই তিনি আবারও বাংলাদেশের জনগণের খেদমত করার সুযোগ আমাকে দেবেন। আর আল্লাহ যদি না চান দেবেন না, আমার কোনো আফসোস থাকবে না। আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।'
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির স্থান হবে না। এ দেশ হবে শান্তির দেশ। সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত দেশ, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ। বাংলাদেশ হবে উন্নত ও সুখী-সমৃদ্ধ দেশ।
গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী...