December 31, 2018

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের প্রথম দিন ২০১৯ সালের ১ জানুয়ারি সারাদেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করবে সরকার।
এদিন প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। এ বছর বিতরণ করা হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন পাঠ্যবই। এর আগে গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠান রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী অনুষ্ঠান পরিচালনা এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং শিক্ষা...
December 31, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (৩১ ডিসেম্বর/১৮) ‘২০১৮’র সঙ্গে বিদায় হোক বাল্য বিয়ে’ শ্লোগানে বাল্য বিবাহকে না বলুন ব্যানারে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে স্বজন মিডিয়া সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সাহিত্য সম্পাদক মো. আমিরুল মোমেনীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, প্রতিভা মডেল স্কুলের পরিচালক সমিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, মোশারফ হোসেন সোহেল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম...
December 31, 2018

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১ জানুয়ারি/১৯) বই উৎসব। এ উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি।
এই উৎসবে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদরাসার ২শ ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লক্ষ ৩৯হাজার ৩শ ২৫জন শিক্ষার্থীর হাতে ১০লক্ষ ৩০হাজার ৬৭৮টি নুতন বই পৌঁছে দেয়ার কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে ইতোমধ্যে।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, মোঃ ইকবাল হোসেন ও মোজাহিদুল ইসলাম ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের দেয়া তথ্যানুযায়ী প্রত্যেকটি ক্লাসের বই বিদ্যালয়ের প্রধানদের নিকট তুলে দিচ্ছেন। সেই নিয়ে মাঠ জুড়ে চলছে গুণন কাজ। দূর থেকে দেখলে মনে হয়, বিদ্যালয় মাঠেই বসেছে আনন্দমুখর ‘বইয়ের হাট’।
উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান জানান,...
December 31, 2018

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সোমবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচিব, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র্যাবের কর্মকর্তারা।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, তথ্য বিষয়ক উপদেষ্টা...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ময়মনসিংহের ১১ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। ১১ আসনে ৫৭ জন প্রার্থী হলেও মূলত প্রতিদ্বন্ধিতা হয় মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীর মধ্যে। ১১টি আসনে ৩৭ লাখ ৫১ হাজার ৮৩২ জন ভোটার। এর মধ্যে নারী ভোটারই অর্ধেক। এসব আসনে ১৮ লাখ ৯৩ হাজার ৬৯৭ জন পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটার ১৮ লাখ ৫৮ হাজার ১৩৫ জন। প্রতিটি আসনে জয়-পরাজয় নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন নারী ভোটাররাই।
ময়মনসিংহ সদর আসনের হেভীওয়েট প্রার্থী মহাজোট মনোনীত বেগম রওশন এরশাদ নগরীর রাধা সুন্দরী স্কুল কেন্দ্রে সকাল সাড়ে দশটায় নিজের ভোট প্রয়োগ করেন। তার প্রতিক ছিল লাঙ্গল। অপরদিকে তার প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের আবু ওয়াহাব আকন্দ ভোট প্রদান করেন সিটি...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
অসুস্থ হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলিউড অভিনেতা কাদের খান। অনেকটা সুস্থ হয়ে উঠছেন তিনি। ঠিক এই সময়েই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ কানাডায় দিব্যি চিকিৎসা নিচ্ছিলেন বলিউডের এ বর্ষিয়ান অভিনেতা।
তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন তার ছেলে। সংবাদ সংস্থা পিটিআইকে রবিবার রাতে তিনি বলেন, সব মিথ্যা, গুজব, আমার বাবা হাসপাতালে রয়েছেন। তিনি এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন।স্পেশ্যাল ভেন্টিলেশন থেকে তাকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে।
রবিবার হঠাৎ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এটা যে নিতান্তই গুজব তা স্পষ্ট করলেন তার ছেলে। নিউমোনিয়ায় ভুগছেন কাদের খান। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় গত সপ্তাহে আশঙ্কাজনক অবস্থায় কানাডার একটি হাসপাতালে ভর্তি...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
বছরের শেষ দাগে এসে পেছন ফিরে বছরটা দেখে নিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। কে কেমন খেলেছেন তার হালনাগাদ করছেন তারা। ক'দিন আগে ক্রিকবাজকে ২০১৮ সালে বিভিন্ন ফরম্যাটে সেরা একাদশ নির্বাচন করছেন বিশ্লেষক হারশা ভোগলে। এবার ক্রিকেটারদের পারফরম্যান্সের খতিয়ান বের করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই খাতা দেখে তারা বের করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। আর তাতে জায়গা পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এসেই বল হাতে যা করে দেখান তা ছিল বিস্ময়কর। তাই ২০১৮ সালেও তার দারুণ সব পারফর্ম যেন চোখ এড়িয়ে গেছে। ফিজ শুরুর মতো আহামরি কিছু করতে পারেননি। কিন্তু ইনজুরি মুক্ত থেকে যে ম্যাচগুলো খেলেছেন ধারাবাহিক ছিলেন তিনি। হয়তো ম্যাচ সেরার পুরস্কার ওঠেনি হাতে। কিন্তু দলের জয়ে বড় অবদান রেখেছেন ফিজ। তাই মুস্তাফিজ পেসার...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে। তাই প্রতিপক্ষের ওপর কোনো বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখানো যাবে না। আজ সোমবার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ধৈর্য ধরে সংযত হয়ে সবাই বিজয় আনন্দ উপভোগ করবেন। কেউ মারামারি করবেন না। আওয়ামী লীগের ঐতিহ্য আছে, তাই কারো বাড়িঘরে গিয়ে রাজনৈতিক কোনো রেষারেষি করবেন না। বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি করবেন না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি, কোথাও কোনো বাড়াবাড়ি করা যাবে না। এখানকার অনেক এলাকায়ই সমস্যা হয়েছে। তবে, এই এলাকায় তেমন কোনো সহিংসতা হয়নি। এজন্য প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন রুমানা আহমেদ।
টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা। এর আগে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার আইসিসির স্কোয়াডে সুযোগ পাননি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নারীদের বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানার চলতি বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্স ছিল নড়রকাড়া। লেগ স্পিনার টি-টোয়েন্টিতে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন। ২৪ ম্যাচে তার শিকার ৩০ উইকেট। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে রুমানার পকেটে গেছে চার উইকেট।
এশিয়ান ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে রুমানার ভূমিকা ছিল সবথেকে বেশি। স্পিন অলরাউন্ডার পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
আইসিসির...
December 31, 2018

বাহাদুর ডেস্ক :
থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৩১ ডিসেম্বর রাতে পটকা, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালনাসহ যেকোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি নির্দেশনা অনুসারে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। নববর্ষ উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না, নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোথাও কোনো ধরনের আতশবাজি-পটকা ফোটানো যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক...