February 07, 2019

বাহাদুর ডেস্ক :
দ্বিতীয় ধাপে দেশের ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ওই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে যে ১২৯টি উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে-
ঠাকুরগাঁও জেলার সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর।
রংপুর জেলার গংগাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগঞ্জ।
গাইবান্ধা...
February 07, 2019

বাহাদুর ডেস্ক :
কোচিং বাণিজ্য বন্ধে সরকার অনুমোদিত ২০১২ সালের নীতিমালাকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত পাঁচটি পৃথক রিটের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
এর আগে কোচিং বাণিজ্যের অভিযোগে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। দুদকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই নোটিশ দেয় সরকার। পরে ওই নোটিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য...
February 07, 2019

রফিক বিশ্বাস।।
খাল-বিল থেকে মাছ ধরার জন্য শখের বসে বাঁশ দিয়ে বাইর তৈরি করতো ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা ( চরপাড়া) গ্রামের অশীতিপর সাদির ফকির।
স্ত্রী বেচেঁ নেই । ৪ পুত্র, ৩ কন্যার জনক সাদির ফকির। কন্যাদের বিয়ে হয়। স্বামীর সংসার নিয়ে সুখেই আছেন। পুত্ররা বিয়ের পর আলাদা সাংসার করছে। পুত্রদের সংসারে ভাল আছেন বলে এ প্রতিবেদকের সাথে আলাপচারিতাকালে জানিয়েছেন সাদির ফকির।
তিনি কালিখা চরপাড়া ধলাই নদীর ঘাটে টং ঘরে ছোট মনোহারী দোকান করেন। প্রতিদিন ১/২শ টাকা বেচাঁকেনা হয়। প্রায় সময় অবসর কাটাতে হয়। আর অবসর সময়ে বাইর তৈরি করেন। টং দোকানে বসে সপ্তাহে ৩/৪টি বাইর তৈরি করেন। পরে স্থানীয় হোগলা বাজারে বিক্রি করে। প্রতি বাইর ২/৩ শ টাকা বিক্রি হয়। বাশঁ ও সুতার মূল্য পরিষোধ করে সামান্য আয় হয়। সাদির ফকির জানান, অবসর সময়ের শ্রমে বারতি আয়ের জন্য...
February 07, 2019

বাহাদুর ডেস্ক:
নয় বছর আগে সালেমা খাতুনের (৫১) নাকের ওপরে একটি ব্রণ হয়েছিল। সেই ব্রণটি একটু একটু করে বড় হয়ে শুঁড়ের মতো লম্বা হচ্ছে। চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হলেও টাকার অভাবে তাদের দেয়া পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না। তাই কী কারণে ও এর প্রতিকার সম্পর্কে কিছুই বলতে পারছেন না তিনি। অভাবের তাড়নায় চিকিৎসা করাতে না পারার যন্ত্রণা বুকে চাঁপা দিয়ে লোকলজ্জায় সব সময় মুখ ঢেকে রাখেন তিনি।
সালেমা খাতুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যভালুকা গ্রামে। তার স্বামী আবু চাঁন পেশায় ঠেলাগাড়ি চালক। সংসারে তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। এরমধ্যে বড় দুই ছেলে ও দুই মেয়ে বিয়ে করে আলাদা হয়েছে। ছোট ছেলে কিডনি রোগে আক্রান্ত। অন্যের সহযোগিতায় তার ছেলের চিকিৎসা চলছে।
জানা গেছে, সালেমা খাতুনের নাকের ওপরে ওঠা ওই ব্রণটিতে প্রথম দিকে ব্যথা ছিল না। তবে পরবর্তীতে ব্যথা...
February 07, 2019

বাহাদুর ডেস্ক:
ছোটবেলায় মা-বাপ মইর্যা গেছে। লেহাপড়া কিছ্ইু করি নাই। মাইনষ্যের বাড়িত কাইজ-কাম কইর্যা বড় অইছি। অহন বয়স অইছে। গায়ে গতরে আগের মতো খাটতে পারি না। কিন্তু ঘরে বইয়্যা থাকলে খাওয়াইবো কেডা?। হেরলেইগ্যা ৭ বৎস্যর আগে নাইটগার্ডের (নৈশপ্রহরী) চাকরি লইছি। তহন থেইক্যা আমার রাইতের ঘুম হারাম। একলা একলা সজাগ থাইক্যা শহর পাহাড়া দেই। তয় আল্লার রহমতে এই ৭ বৎস্যরে আমারে কিনু বালা-মুছিবতে পায় নাই।
এ প্রতিবেদকের সঙ্গে কথাগুলো বলছিলেন গৌরীপুর পৌর শহরের নৈশপ্রহরী জহুর আলী (৬৬)। তার বাড়ি পৌর শহরের গাওগৌরীপুর মহল্লায়। বাবার নাম মৃত বাবর আলী।
৬ ফেব্রুযারি মঙ্গলবার রাত ১২টায় জহুর আলীর দেখা মিলে পৌর শহরের মধ্যবাজার এলাকায়। তার পড়নে খাকি প্যান্ট-শার্ট। গায়ে জড়ানো ময়লা ওয়েস্ট কোর্ট। মুখ মাফলারে বাধা। এক হাতে বর্শা ও আরেক হাতে টর্চ লাইট। সড়কের একমাথা থেকে আরেক...
February 07, 2019

বাহাদুর ডেস্ক:
‘লেহাপড়া কইর্যা হইতে চাইছিলাম সাংবাদিক। কিন্তু ভাগ্যদোষে হইলাম চা দোকানদার। ক্যামেরা লইয়্যা সংবাদ খুঁজনের বদলে অহন আমি চায়ের কাপ লইয়্যা দৌড়ি। বন্ধু-বান্ধব যহন বই-খাতা লইয়্যা কলেজে যায়, তহন মন চায় দোকানদারি ফালাইয়্যা আবারো লেহাপড়া করি লই। কিন্তু আমি লেহাপড়া করলে দোহান চালাইবো কেডা, আমার পরিবার খাইবো কী?’
এ প্রতিবেদকের সঙ্গে কথাগুলো বলছিলেন গৌরীপুর পৌরশহরের চা বিক্রেতা হারুন অর রশিদ (২০)। তিনি পৌর শহরের সতীষা মহল্লার আব্দুল জব্বারের ছেলে। তিন ভাই, তিন বোনের মধ্যে হারুন পঞ্চম। হারুন টি স্টল নামে একটি চায়ের দোকান রয়েছে তার।
রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ‘হারুন টি স্টলে’ বসে কথা হয় চা বিক্রেতা হারুনের সঙ্গে। সেখানে চা খেতে খেতেই হারুনের সঙ্গে গল্প জমে এ প্রতিবেদকের।
হারুন বলেন, ‘৯ বৎস্যর আগের কথা। তহন আমি সিক্সে পড়ি। বাবা তরকারি বেইচ্যা...
February 07, 2019

বাহাদুর ডেস্ক:
‘স্বপ্ন ছিল লেখাপড়া করে শিক্ষক হব। কিন্তু ভাগ্যদোষে হয়ে গেলাম রিকশাচালক। এখন স্কুলে যাওয়ার বদলে পেটের দায়ে রিকশা চালাই। তবে পোশাক ও কথাবার্তায় স্মার্ট হওয়ায় অনেকেই আমাকে রিকশাচালক ভাবে না। তাই আমি যাত্রীও পাই কম। তবে এটা নিয়ে আমার দুঃখ নাই।’
খুবই নরম স্বরে কথাগুলো বলছিলেন রিকশাচালক ইউসুফ আলী ইয়াসিন (৪০)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাও গ্রামের মৃত জাফর আলী ছেলে। দুই ভাই চার বোনের মধ্যে ইউসুফ পঞ্চম।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে রিকশাচালক ইউসুফের সঙ্গে এ প্রতিবেদকের দেখা মিলে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায়। পরনে ছিল তার সাদা শার্ট-কালো প্যান্ট। গায়ে জড়ানো শীতের কোর্ট, মাথায় ওলের টুপি। শীতের রাতে অত্যন্ত পরিপাটি হয়ে তিনি রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলেন।
কাছে গিয়ে ইশারায় ডাক দিতেই ইউসুফ বলেন, ‘কোথায়...
February 07, 2019

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকার কাশর এলাকায় টিএম টেক্সটাইল মিলের শ্রমিক বহনকারী বাসটি ভালুকা থেকে ছেড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরীর সামনে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় মিল শ্রমিক ফাতেমা, শামিম, খাদিজা, আফজল, রুবিয়া, সেলিনা, শিরিনা, রায়হান, নুরজাহান, আব্দুল কাদের, শরিফুল, আফজারা, ওয়াহিদ, খাদিজা, মোশারফ, জাহানারা, মফিজুল, পারভীন ওয়াসিম, শিল্পি, সম্পা রানী, রিপন, সুমন, ইদ্রিস, মেহেদী, শামিম, রিমি,...
February 07, 2019

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়তউল্লাহ গফরগাও উপজেলার ডুবাইল গ্রামের মৃত ইব্রাহিম খলিউল্লার ছেলে। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ দিয়েছে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নূরুল আমিন বিপলব।
আদালত ও মামলা সুত্রে জানা গেছে, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে শরীয়তউল্লাহ তার বাবা ইব্রাহিম খলিউল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার মা নাসিমা খাতুন বাধা দিতে গেলে তিনিও আহত হন। পরে স্বজনরা গুরুতর আহত ইব্রাহিম খলিউল্লাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায়...
February 07, 2019

এম এ আজিজ, ময়মনসিংহ ব্যুরো ॥
বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহে ড্রেস মেকিং এন্ড টেইলরিং ট্রেড কোর্সে প্রশিক্ষিত ৪৩ জন মহিলাদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমূদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন । এর আগে তিনি বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য তার পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি মাইক্রোবাস প্রদান বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলে দেয়ার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার মাহমূদ হাসান।
বুধবার দুপুরে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা...